Advertisement
Advertisement

Breaking News

Indian Cricket Team

কোহলিদের কোচের জন্য সরকারিভাবে বিজ্ঞাপন প্রকাশ করল BCCI

জানেন কী কী যোগ্যতামান রাখা হয়েছে?

BCCI invites Job Applications for Team India and NCA | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 17, 2021 4:57 pm
  • Updated:October 17, 2021 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তারপরই মেয়াদ শেষ হলে টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এমনকী সরছেন অন্যান্য সাপোর্ট স্টাফরা। অন্দরের খবর শাস্ত্রীর পরিবর্তে রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নিযুক্ত করতে চলেছে বিসিসিআই। তবুও রবিবার নিয়মমাফিক নতুন কোচ বাছাইয়ের কাজ শুরু করে দিল সৌরভদের বোর্ড।

এদিন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। শুধু কোহলিদের হেড কোচের জন্যই নয়, বরং সিনিয়র মেনস টিমের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদে লোক চেয়েও বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। সেই সঙ্গে আবেদনপত্র চাওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেড অফ স্পোর্টস সায়েন্স/মেডিসিন পদের জন্যও। অর্থাৎ এই পদগুলির জন্য ইচ্ছুক প্রার্থীরা অবিলম্বে আবেদন জানাতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: OMG! আইপিএল নিলামে ধোনিকে পেতে এই জিনিসটিও বিক্রি করতে চেয়েছিলেন শাহরুখ!]

কিন্তু হেড কোচ হওয়ার জন্য কী কী যোগ্যতামান রেখেছে বিসিসিআই?
১. আবেদনকারীকে অন্তত ৩০টি টেস্ট অথবা ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।
২. অন্তত ২ বছর কোনও টেস্ট খেলিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের হেড কোচ হিসেবে কাজ করলেও আবেদন করা যাবে।
৩. অন্তত ৩ বছর কোনও সহযোগী দেশ/আইপিএল দল/আন্তর্জাতিক পর্যায়ের সমতুল্য কোনও লিগ/কোনও প্রথম শ্রেনীর রাজ্যদল/জাতীয়-এ দলের কোচ হিসেবে কাজ করলেও আবেদন করতে পারবেন।
৪. বিসিসিআইয়ের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট বা সমতুল্য কোনও কোচিং সার্টিফিকেট থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।
৫. দায়িত্ব নেওয়ার সময় ৬০ বছরের কম বয়স হতে হবে।

এছাড়া ভারতীয় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জন্য ১০টি টেস্ট বা ২৫টি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা থাকলেই চলবে। এমনকী সময়সীমাও বেঁধে দিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, হেড কোচের পদে আবেদন করার জন্য ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই। আর অন্যান্য পদের জন্য আবেদন করা যাবে ৩ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

 

[আরও পড়ুন: Cristiano Ronaldo: লেস্টারের কাছে ৪ গোল হজম করতেই সমর্থকদের ক্ষোভের মুখে রোনাল্ডো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement