Advertisement
Advertisement
BCCI

এত চোট কেন? রোহিত-বিরাটদের সমস্যা খতিয়ে দেখতে নতুন সিস্টেম চালু BCCI-এর

প্রত্যেকদিন বিশেষ ফর্ম ফিল আপ করতে হয় ভারতীয় ক্রিকেটারদের।

BCCI introduced new system to keep record on player's fitness | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 13, 2023 9:27 am
  • Updated:February 13, 2023 9:27 am  

আলাপন সাহা, নাগপুর: বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) এখন শুধুই খেললে হয় না, একইসঙ্গে হোটেলে ফেরার পর ফর্ম-ফিলআপও করতে হয়। হ‌্যাঁ, ঠিকই পড়ছেন। ফর্ম-ফিলআপ। আসলে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন একটা সিস্টেম শুরু করেছে। যার নাম-অ‌্যাথলিট মনিটরিং স্টিস্টেম। জাতীয় দলে থাকা প্রত্যেক ক্রিকেটারের এহেন ফর্ম-ফিলআপ এখন বাধ‌্যতামূলক করে দিয়েছে বিসিসিআই (BCCI)। আসলে গত এক-দেড় বছরে ভারতীয় ক্রিকেটে চোট-আঘাত জনিত সমস‌্যা বেশ মাথ‌াব‌্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটাররা মাঝে মধ্যেই চোট পেয়ে যাচ্ছেন। শ্রেয়স আইয়ারই যেমন হঠাৎ চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন। এখন অবশ‌্য শ্রেয়স পুরোপুরি সুস্থ। টিমের সঙ্গে দু’একদিনের মধ্যে যোগও দেবেন।

তবে কেন এত ঘন ঘন চোট-আঘাত সমস‌্যা হচ্ছে, সেটা ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিসিআই কর্তারাও বুঝে উঠতে পারছেন না। সেই কারণ খোঁজার জন‌্যই এই সিস্টেম চালু করা হয়েছে। বোর্ডের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, স্পোর্টস সায়েন্সের বিশেষ একটা টিমকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা ইতিমধ্যে পুরো ব‌্যাপারটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। একটা অ‌্যাপ তৈরি করা হয়েছে। সেখানেই যাবতীয় তথ‌্য ক্রিকেটারদের দিতে হচ্ছে। প্রত্যেক দিন কে কী ট্রেনিং করছে। ট্রেনিং কে কতক্ষণ ব‌্যাটিং করছেন, কিংবা কে কত ওভার বোলিং করছেন, তার যাবতীয় বিবরণ দিতে হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: কুন্তল-মানিকের ৪০ জন ‘এজেন্টে’র সন্ধান! তালিকা তৈরি ইডির]

ম‌্যাচের প্রত্যেকটা দিনও সেটা করতে হচ্ছে। টিম ম‌্যানেজমেন্টের তরফে বলে দেওয়া হয়েছে, সমস্ত কিছু নোট রাখতে হবে। এমনকী কে দিনে পরিমাণ জল খাচ্ছেন, সেই সব হিসাবও ওই সিস্টেমে আপলোড করতে হয়। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে-হয় ক্রিকেটাররা করবেন, না হয় টিমের ফিজিও কিংবা ট্রেনারকে ওই ফর্ম-ফিলআপ করতে হবে। বোর্ডে খোঁজখবর নিয়ে যা জানা গেল, একবছর পর ওই সিস্টেমের যাবতীয় তথ‌্য বিশ্লেষণ করা হবে। তথ্য কাজে লাগিয়ে স্পোর্টস সায়েন্সের ওই বিশেষ টিম চোট-আঘাতের কারণ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করতে পারবে। তারপর ওই টিমের পরামর্শ মতো পরবর্তী প্রক্রিয়া ঠিক করা হবে।

বোর্ড ঠিক করে ফেলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও এই ব‌্যাপারটা জানিয়ে দেওয়া হবে। পরিষ্কারভাবে সব টিমগুলোকে বলে দেওয়া হবে, তাদের টিমে যে সব জাতীয় দলের ক্রিকেটার থাকবেন, তাঁদের বাধ‌্যতামূলকভাবে ওই সিস্টেমে প্রত্যেকটা দিন তথ‌্য জানিয়ে যেতে হবে। গোটা আইপিএল জুড়েই তা করতে হবে।

[আরও পড়ুন: এক সপ্তাহে চতুর্থবার, ফের রহস্যময় উড়ন্ত বস্তু গুলি করে নামাল আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement