Advertisement
Advertisement

Breaking News

Kapil Dev

কপিলদেব কা জবাব নেহি! ৬৫-তম জন্মদিনে কিংবদন্তিকে শুভেচ্ছা বোর্ড থেকে আরসিবি-র

শুভেচ্ছা জানিয়েছেন শচীনও।

BCCI extends warm greetings to Kapil Dev on his birthday । Sangbad Pratidin

কপিল দেব নিখাঞ্জ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 6, 2024 1:31 pm
  • Updated:January 6, 2024 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকি তারাপোরে ও এক তরুণের কথোপকথন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিশ্চয় মিথ হয়ে গিয়েছে। অতিরিক্ত একটা রুটি খেতে চেয়েছিল উঠতি ক্রিকেটারটি। কিন্তু সেই রুটি দেওয়া হয়নি তরুণ ক্রিকেটারকে। সেই তরুণ বলে উঠেছিল, ”আমি তো ফাস্ট বোলার।” তারাপোরের সপাট জবাব, ”ভারতে ফাস্ট বোলার নেই।” তার পরের ঘটনা ইতিহাস। সেই তরুণ ক্রিকেটারটিই কপিলদেব নিখাঞ্জ (Kapil Dev)। পরবর্তীকালে যাঁকে বলতে শোনা গিয়েছিল, ”তারাপোরের উপরে আমার কোনও অভিমান নেই বরং কোন রাস্তা আমি নেব, তা স্থির করেছিলাম সেদিনের পরই।”

সেই কপিল দেবের আজ জন্মদিন। ৬৫-তম জন্মদিন তাঁর। 
ভারতের প্রাক্তন তারকা কিংবদন্তি সুনীল গাভাসকর কেপটাউন টেস্টের প্রথম দিনই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সব ঠিকঠাক থাকলে ৬ তারিখ জন্মদিনে কপিলকে ভারত জয় উপহার দেবে ভারতীয় দল। লিটল মাস্টারের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। কেপটাউন টেস্ট শেষ হয়ে যায় দেড়দিনে। প্রথম দিনে মহম্মদ সিরাজের বল হাতে ‘দাদাগিরি’ দেখার পরে সানি ভাই-ই বলেছিলেন, আজকের সিরাজদের উত্থানের পিছনে কপিলের অবদান রয়েছে। ভুল কিছু বলেননি কিংবদন্তি গাভাসকর। অভিষেক টেস্টে পাকিস্তানের ওপেনার সাদিক মহম্মদকে হেলমেট নিতে বাধ্য করেছিলেন কপিল। বিপক্ষ দলের ব্যাটিং মেরুদণ্ড ভাঙতে দেশের একমাত্র অস্ত্র ছিলেন কপিলদেব নিখাঞ্জই। 

 

[আরও পড়ুন: মৃত্যুর তিন বছর পর স্বস্তি পেলেন মারাদোনা? কিন্তু কীভাবে?]

 

তিনি না থাকলে আজকের এই দিনটা সত্যি সত্যিই  দেখত না ভারতীয় ক্রিকেট। ১৯৮৩ সালে লর্ডসের বারান্দায় বিশ্বকাপ হাতে তোলার পরে ভারতীয় ক্রিকেট সাবালকত্বের পথে পা বাড়ায়। সেই কপিলদেব নিখাঞ্জকে আজ দেশ শুভেচ্ছা জানাচ্ছে তাঁর জন্মদিনে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক্স হ্যান্ডলে টুইট করেছে, ”৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচ, ৯০৩১ আন্তর্জাতিক রান, ৬৮৭টি আন্তর্জাতিক উইকেট। ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অঘিনায়ক। ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা।” 
কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও শুভেচ্ছা জানিয়েছেন কপিলকে। যে প্যাশন নিয়ে আপনি ক্রিকেট খেলেছেন, সেই একই প্যাশনে এবারের জন্মদিন উদযাপন করুন। টুইট করেছেন মাস্টারব্লাস্টার।
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা টুইট করেছেন, ”শুভ জন্মদিন কিংবদন্তি কপিল দেব। আপনি ক্রিকেট আইকন এবং লক্ষ্ লক্ষ মানুষের প্রেরণা। ভারতীয় ক্রিকেটের প্রতি আপনার অবদান ইতিহাসে লেখা হয়ে গিয়েছে। জন্মদিনে আপনার সুস্বাস্থ্য-আনন্দ কামনা করি। ভালোবাসা জানাই। তরুণদের এভাবেই প্রেরণা জোগান।” 

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইট করেছে, ”৯০৩১ আন্তর্জাতিক রান, ৬৮৭ উইকেটের মালিক, ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। শুভ জন্মদিন অধিনায়ক। অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব।” জন্মদিনে ক্রিকেটপাগলদের স্মৃতিতে ভেসে উঠছেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার– ঘাড় ঘুরিয়ে সূর্যের দিকে তাকাতে তাকাতে ওই তো তিনি ব্যাট করতে নামছেন। 
ওই তো ভিভের ক্যাচটা ধরার জন্য কেমন আকাশের দিকে চেয়ে দৌড়চ্ছেন। নরেন্দ্র হিরওয়ানিকে সঙ্গে নিয়ে এডি হেমিংসকে চার ছক্কা মারছেন। ১৭ রানে পাঁচ-পাঁচটা উইকেট চলে যাওয়ার পরে জিম্বাবোয়ের বোলারদের মাঠের যত্রতত্র ফেলছেন হরিয়ানভি। গালে সাবানের ফেনা নিয়ে তিনি বলছেন, ”পামোলিভ কা জবাব নেহি।”

[আরও পড়ুন: এমনটাও সম্ভব! মুম্বইয়ের বিরুদ্ধে রনজি খেলতে বিহারের দুই দল! লেগে গেল হাতাহাতি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement