Advertisement
Advertisement
Shreyas Iyer

শ্রেয়সের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাওয়ার নেপথ্যে কেকেআর? উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

নাইট অধিনায়কের সমস্যা কমছেই না।

BCCI chief selector Ajit Agarkar was furious with KKR captain Shreyas Iyer, find out why

ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 2, 2024 6:51 pm
  • Updated:March 2, 2024 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন বিসিসিআইয়ের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই হয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? শুধু কি চোটের অজুহাত দেখিয়ে মুম্বইয়ের (Mumbai) হয়ে রনজি ট্রফি (Ranji Trophy) না খেলার জন্য? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও বড় কারণ। কেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটারের উপর বেজায় চটেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)? উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে যোগ দেওয়ার জন্যই নাকি চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স।

সূত্রের দাবি, শ্রেয়স মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজু কুলকার্নিকে তাঁর পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন। এবং তাঁর দাবি ছিল পিঠে ব্যথার জন্য রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব নয়। এদিকে আবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল মেইল করে স্পষ্ট জানিয়ে দেন যে, শ্রেয়সের পিঠে কোনও চোট নেই। সেটা জানাজানি হওয়ার পর তাঁর প্রতি এমনিতেই ক্ষুব্ধ ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়বেন? মুখ খুললেন যুবরাজ সিং]

এদিকে পিঠের চোটের দাবি করলেও, এনসিএ-তে যাননি শ্রেয়স। বরং তিনি পৌঁছে যান মুম্বইতে কেকেআরের অ্যাকাডেমিতে। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে এভাবে শ্রেয়সের কেকেআরের অ্যাকাডেমিতে যাওয়া ভালোভাবে নেননি অজিত আগরকর। শোনা গিয়েছে, কেকেআর শিবিরে যোগ দেওয়ার ফলেই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন।

শ্রেয়সকে কাছ থেকে দেখা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, “ব্যথার জন্য এক সময় একটা সেশনে ৬০ বল খেলে বিরতি নিতে হচ্ছিল ওকে। এখন ও ফিটনেস লেভেল এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এখন প্রতি সেশনে ২০০ বল খেলছে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মুম্বইয়ের হেড কোচ ওমকার সালভি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল। কেকেআরের অ্যাকাডেমিতেও মুম্বইয়ের কোচ গিয়েছিলেন শ্রেয়স কতটা উন্নতি করেছেন তা দেখার জন্য। এখন তামিলনাড়ুর বিরুদ্ধে রনজি ট্রফির সেমিফাইনালে খেলবে ও।”

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি শ্রেয়সের পাশে দাঁড়াচ্ছেন। এমনকি নাইট শিবির পর্যন্ত তাদের অধিনায়কের পাশে রয়েছে। তবে তাই বলে কেকেআর অধিনায়ককে নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না।

[আরও পড়ুন: ‘ঈশানের সঙ্গেও কথা বলা উচিত’, কাদের উদ্দেশে এমন মন্তব্য করলেন সৌরভ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

  • সূত্রের দাবি, শ্রেয়স মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজু কুলকার্নিকে তাঁর পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন। এবং তাঁর দাবি ছিল পিঠে ব্যথার জন্য রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব নয়।
  • এদিকে আবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল মেইল করে স্পষ্ট জানিয়ে দেন যে, শ্রেয়সের পিঠে কোনও চোট নেই।
  • এদিকে পিঠের চোটের দাবি করলেও, এনসিএ-তে যাননি শ্রেয়স। বরং তিনি পৌঁছে যান মুম্বইতে কেকেআরের অ্যাকাডেমিতে। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে এভাবে শ্রেয়সের কেকেআরের অ্যাকাডেমিতে যাওয়া ভালোভাবে নেননি অজিত আগরকর।
  • Advertisement