সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এবং ওয়েস্ট ইন্ডিজে (West Indies) টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে। শেষ মুহূর্তে তুলির টান দিতে ব্যস্ত আয়োজকরা। এই প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নিশানায় টি-টোয়েন্টি বিশ্বকাপ উৎসব।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায়, প্রো ইসলামিক স্টেট নামের সংস্থাটি নিজস্ব গণমাধ্যম ‘নাশির পাকিস্তান’-এ হামলার হুমকি সংক্রান্ত এই খবর প্রচার করেছে। নাশির পাকিস্তান আসলে ইসলামিক স্টেটেরই প্রচারমূলক একটি চ্যানেল। এই খবরে উদ্বেগ বাড়ছে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে।
এই হুমকি নিয়ে এবার মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ”বিশ্বকাপের আয়োজক যারা, নিরাপত্তার দায়িত্ব সেই দেশের নিরাপত্তা সংস্থাগুলির উপরই বর্তায়। সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নেব। আমরা বিশ্বকাপ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সঙ্গে কথা বলব। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসরণ করব। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করব। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আইসিসি-র সঙ্গেও আমরা আলোচনা করব।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। টিম হোটেল ও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা থাকবে। সব দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.