ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। এমনকী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম থেকে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
যদিও সেই সংশয় কেটে গিয়েছে অনেকটাই। সংবাদসংস্থা সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন রাহুল। তবে ফিট হলেও কিছু বিধিনিষেধ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের জন্য। এনসিএ থেকে তাঁকে প্রথম কয়েকটি ম্যাচে কিপিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাহুল এনসিএ-তে তাঁর অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, তিনি ব্যাটিং, উইকেট কিপিংয়ের বিশেষ ড্রিল এবং ফিল্ডিং প্র্যাকটিস করছেন। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, এনসিএ রাহুলকে ফিট সার্টিফিকেট দিয়েছে। রাহুল দ্রুতই তাঁর দল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) শিবিরে যোগ দেবেন। প্রথমদিকে উইকেটকিপিং না করার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে পরবর্তী পর্যায়ে রাহুল উইকেটকিপিং করতে পারেন। প্রথম কয়েকটি ম্যাচের জন্য তাঁকে শুধু ব্যাটার হিসাবেই খেলার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাহুল ২০ মার্চ শিবিরে যোগ দেবেন। লখনউয়ের প্রথম খেলা ২৪ মার্চ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বোর্ডের এই ঘোষণার ফলে লখনউ শিবিরও কিছুটা দুশ্চিন্তামুক্ত। রাহুল উইকেটকিপিং না করলেও তাদের হাতে বিকল্প রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি’কক উইকেটকিপিং করতে পারেন। এছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তিনিও উইকেটকিপারের কাজটা ভালোভাবেই করতে পারবেন বলে মনে করা হচ্ছে। পুরান আবার সহ অধিনায়কও।
তবে রাহুল যদি পুরো আইপিএলে (IPL) উইকেটকিপিং না করেন, তা হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখা নাও যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, “এই মুহূর্তে ভারতীয় পারফরম্যান্সের নিরিখে টি-টোয়েন্টি দলে প্রথম তিন ব্যাটারের মধ্যে রাহুল আসে না। আইপিএলে যদি ভালো পারফর্ম করে, তা হলে উইকেটকিপার-ব্যাটার হিসাবে পাঁচ বা ছয় নম্বরে খেলবে। আর যদি তিনি শুধুমাত্র ব্যাটার হিসাবে আইপিএলে খেলেন, তা হলে রিঙ্কু সিং বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে। এরসঙ্গে আমাদের ঋষভ পন্থের কথাও মাথায় রাখতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.