Advertisement
Advertisement

Breaking News

BCCI

ইন্দোরের পিচকে ‘নিম্নমানের’ কেন বলা হচ্ছে? সিদ্ধান্ত বদলের জন্য আইসিসিকে চাপ BCCI-এর!

সিরিজ শেষের আগেই আবেদন করা হবে ভারতীয় বোর্ডের তরফে।

BCCI are likely to challenge ICC's 'poor' rating for Indore's pitch | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2023 5:08 pm
  • Updated:March 7, 2023 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ইন্দোরের পিচ নিয়ে এত সমালোচনা কেন? আর কেনই বা পিচকে নিম্নমানের বলা হল? ক্ষোভে ফুঁসছে বিসিসিআই (BCCI)। শোনা যাচ্ছে, আইসিসি ইন্দোরের পিচকে যে রেটিং দিয়েছে, তার বিরুদ্ধে আবেদন করছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আমরা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।”

আসলে সামান্য কয়েক দিনের নোটিসে ম্যাচের ভেন্যু স্থানান্তরিত হয় ধর্মশালা (Dharamshala) থেকে ইন্দোরে। আগের ক্রীড়াসূচি অনুযায়ী, তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধরমশালায়। কিন্তু ধরমশালার মাঠের আউটফিল্ড একদমই খেলার অনুপযুক্ত হওয়ায় ভেন্যু বদলায়। ১৩ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করে ম্যাচের ভেন্যু বদল করা হচ্ছে। তৃতীয় টেস্টের পিচ তৈরি করার জন্য মাত্র ১৪ দিন সময় পান কিউরেটররা।

Advertisement

[আরও পড়ুন: RSS কট্টরপন্থী ইসলামিক সংগঠনের মতোই! ব্রিটেনে বসে মন্তব্য রাহুলের, তোপ বিজেপির]

সেই সীমিত সময়ে ইন্দোরে (Indore Test) ভারতীয় দলের পছন্দমতো র‍্যাঙ্ক টার্নার পিচ তৈরি করা হয়েছিল। তাতে আড়াই দিনেই শেষ হয়ে যায় তৃতীয় টেস্ট। অজিরা জিতে যায় ৯ উইকেটে। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে আইসিসি (ICC) নিম্নমানের বলে ঘোষণা করে দেয়। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের উপর ভিত্তি করে হোলকার স্টেডিয়ামকে তিনটি ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়েছে। দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথের সঙ্গে আলোচনার পরেই ব্রড ইন্দোরের বাইশ গজ নিয়ে রিপোর্ট পেশ করেন।

[আরও পড়ুন: ‘মুছে যাবে জাপান’, জন্মহারের বিরাট পতনে আশঙ্কা প্রধানমন্ত্রী কিশিদার ]

তিনটি ‘ডিমেরিট’ পয়েন্ট পাওয়ায় ইন্দোরের হোলকার স্টেডিয়াম বেশ সমস্যায় পড়তে পারে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ভেন্যু যদি পাঁচ বছরের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেই ভেন্যুতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেকারণেই বিসিসিআই আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করতে চলেছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, সিরিজ শেষ হওয়ার আগেই বিসিসিআই আইসিসিতে ইন্দোরের পিচ নিয়ে আবেদন জানাবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করার জন্য ১৪ দিন সময় পাচ্ছে। সদ্যই পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিচ ডিমেরিট পয়েন্ট (Demerit Point) পেলেও পরে আবেদন করলে আইসিসি সেটা ফিরিয়ে নেয়। রাওয়ালপিন্ডির সেই দৃষ্টান্ত দেখেই আশাবাদী ভারতীয় বোর্ড। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement