ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে এখনও তাঁদের অভিযান শুরু হয়নি। তবে তার আগে সোমবারই ২০১৯-২০ মরশুমে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে দুটি ম্যাচ পেল ইডেন গার্ডেনস।
২০১৯-২০ মরশুমে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট, ন’টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাট কোহলি অ্যান্ড কোং। চলতি বছর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গান্ধী-ম্যান্ডেলা ফ্রিডম ট্রফি দিয়ে মরশুম শুরু করবে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। তারপরই ভারত সফরে আসবে প্রতিবেশি বাংলাদেশ। বাংলার বাঘদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে হবে ভারতকে। সেই সিরিজ শুরু হবে এ বছরের ৯ নভেম্বর থেকে। তারই মধ্যে দ্বিতীয় টেস্টটি পেল ইডেন। কলকাতায় ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে ২২ নভেম্বর থেকে। তবে এবছরে আর কোনও ম্যাচ পায়নি ইডেন। ঘরের মাঠে ‘বিরাট লড়াই’ দেখতে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীদের।
সেই দুটি সিরিজের পর ভারত মুখোমুখি হবে ক্যারিবিয়ান তারকাদের। ডিসেম্বরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুরু সীমিত ওভারের লড়াই। তাদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবেন কোহলিরা। এরপর পালা জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে নামার। আগামী বছর জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই প্রতিপক্ষ। সেই সিরিজ শেষ হতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে বাইশ গজের মহারণ। দুই দলের মধ্যে হবে তিনটি একদিনের ম্যাচ। আর মার্চে ওয়ানডে সিরিজের জন্য ফের ভারত সফরে আসবে প্রোটিয়াবাহিনী। সেই ম্যাচগুলিরই একটি ফের হবে ক্রিকেটের নন্দন কাননে। ১৮ মার্চ তৃতীয় তথা শেষ ম্যাচ কলকাতায় খেলবে দুই দল। এছাড়াও এই মরশুমে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এককথায়, আগামী মরশুমেও ঠাসা ক্রীড়াসূচি কোহলি অ্যান্ড কোংয়ের।
ANNOUNCEMENT 🚨🚨 – BCCI announces Home season for 2019-20 #TeamIndia
Full details here ➡️➡️ https://t.co/vyPQ2s0JVi pic.twitter.com/qbKwad4P0p
— BCCI (@BCCI) June 3, 2019
ক্রীড়াসূচি সৌজন্যে: বিসিসিআই
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.