সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ১৯তম এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। শুক্রবার নির্বাচক কমিটির বৈঠকের পর পুরুষ ও মহিলাদের ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বেছে নেওয়া হয়েছে। এবারের এশিয়ান গেমস চিনের হাংঝৌতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে। এই প্রথম এশিয়াডে ক্রিকেট টিম পাঠাচ্ছে ভারত। বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে আসন্ন এশিয়ান গেমসে ভারত দল পাঠাবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে।
এশিয়ান গেমসের পুরুষ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন কেকেআরের নতুন নায়ক। এছাড়াও জাতীয় দলের দরজা খুলেছে আইপিএলে নজরকাড়া জিতেশ শর্মার জন্যও। বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।
একই সঙ্গে ঘোষিত হয়েছে ভারতের মহিলা দলও। এর আগে কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন ভারতের মেয়েরা। এশিয়ান গেমসেও (Asian Games) পদক জয়ের আশা দেখাচ্ছেন হরমনপ্রীত কৌররা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পদক জয়ের অভিযান শুরু করবে ভারত। সেই দলে রয়েছেন বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু। এছাড়াও রয়েছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজের মতো খেলোয়াড়রাও।
নির্বাচিত ভারতীয় পুরুষ দল : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)। স্ট্যান্ড বাই : যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।
নির্বাচিত ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমানজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানী, তিতাস সাধু, রাজ্যেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুষা বারেড্ডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.