সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের জোড়া সিরিজের পর আপাতত বিশ্রামে ভারতীয় দল। তবে সেই বিশ্রাম দীর্ঘস্থায়ী হবে না। দ্রুত ফের ঘরের মাঠে টানা সিরিজ খেলতে নামতে হবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের। মাঝে রয়েছে অস্ট্রেলিয়া সফর। ঘরে ফিরে ফের ইংল্যান্ড। সব মিলিয়ে আগামী মাস ছয়েক টানা খেলে যেতে হবে টিম ইন্ডিয়াকে। তবে সেই ব্যস্ততার মরশুম শুরুর আগেই সূচিতে সামান্য বদল আনল বিসিসিআই।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর হিমাচলপ্রদেশের ধরমশালায় হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। তাই ওই সময় ধরমশালায় ম্যাচ আয়োজন সম্ভব নয়। ওই ম্যাচটি ওই দিনই বিসিসিআই আয়োজন করবে গোয়ালিয়রে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ২০১০ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ১৪ বছর বাদে সেখানে ফিরছে ক্রিকেট।
বদলে গিয়েছে ইডেন ম্যাচের সূচিও। আগামী বছর ২৫ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন কলকাতা পুলিশ ওই ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানানোয় সূচি বদলানো হয়েছে। প্রথমে ঠিক ছিল চেন্নাইয়ে ২২ জানুয়ারি হবে প্রথম টি-২০। ২৫ জানুয়ারি কলকাতার ইডেনে হবে দ্বিতীয় টি-২০। নতুন সূচি অনুযায়ী, ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচ ২২ জানুয়ারি হবে ইডেনে। ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে।
ভারত-ইংল্যান্ড সিরিজের সংশোধিত সূচি:
প্রথম টি-টোয়েন্টি (২২ জানুয়ারি), কলকাতা
দ্বিতীয় টি-টোয়েন্টি (২৫ জানুয়ারি), চেন্নাই
তৃতীয় টি-টোয়েন্টি (২৮ জানুয়ারি), রাজকোট
চতুর্থ টি-টোয়েন্টি (৩১ জানুয়ারি), পুণে
পঞ্চম টি-টোয়েন্টি (২ ফেব্রুয়ারি), মুম্বই
তার আগেও ঠাঁসা কর্মসূচি রয়েছে ভারতের। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। চেন্নাই এবং কানপুরে খেলা হবে দুটি টেস্ট। তার পরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশের পরে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারত (Indian Cricket Team)। বেঙ্গালুরু, পুণে এবং মুম্বইয়ে আয়োজিত হবে কিউয়িদের বিরুদ্ধে ভারতের তিনটি টেস্ট। চলতি বছরের শেষ দিকটা অবশ্য অস্ট্রেলিয়ায় খেলবেন রোহিত শর্মারা। ২২ নভেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত পাঁচটি টেস্টে ভারত-অস্ট্রেলিয়া যুযুধান। তারপর দেশে ফিরেই ইংল্যান্ড সিরিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.