Advertisement
Advertisement
Cricket

করোনা আবহেই আগামী মরশুমের জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করল BCCI

গত বছর বন্ধ থাকার পর এবার কবে আয়োজিত হবে রঞ্জি ট্রফি?

BCCI announces India’s domestic season for 2021-22 | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:July 3, 2021 4:53 pm
  • Updated:July 3, 2021 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Covid-19) কারণে গতবছর ঘরোয়া ক্রিকেট আয়োজনে ব্যাপক বাধার সম্মুখীন হতে হয়েছিল বিসিসিআইকে (BCCI)। এবারও ছবিটা প্রায় একই। তবে করোনা আবহেই আগামী মরশুমের জন্য ঘরোয়া ক্রিকেটের দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই। শনিবার বোর্ডের তরফ থেকে সরকারি বিবৃতিতে এই ঘোষণা করলেন খোদ বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের রঞ্জি ট্রফি। চলবে তিনমাস।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর সিনিয়র মহিলা দলের ওয়ানডে লিগ দিয়েই শুরু হবে এবারের ঘরোয়া ক্রিকেটের মরশুম। এরপর ২৭ অক্টোবর থেকে শুরু হবে সিনিয়র মহিলা দলের ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি। জানা গিয়েছে, এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হবে ২০ অক্টোবর। শেষ হবে ১২ নভেম্বর। গত বছর করোনা আবহে বাতিল হওয়া রঞ্জি ট্রফি এবার আয়োজিত হবে। ১৬ নভেম্বর থেকে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ তিনমাস পর্যন্ত চলবে রঞ্জি।

Advertisement

[আরও পড়ুন: Copa America 2021: বাজিমাত ১০জনের ব্রাজিলের, চিলিকে হারিয়ে সেমিতে নেইমাররা]

রঞ্জি শেষ হলেই শুরু হবে বিজয় হাজারে ট্রফি। আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি। পুরুষ এবং মহিলাদের সমস্ত বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলিয়ে এবার ২১২৭টি ঘরোয়া খেলার আয়োজন করতে হবে বিসিসিআইকে। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। তবে বিসিসিআই সফলভাবে এবারের ঘরোয়া মরশুম আয়োজন করার ব্যাপারে আশাবাদী।

এদিকে, শনিবারই কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামলেন শ্রীলঙ্কায় সফররত ভারতীয় দলের ক্রিকেটাররা।

 

[আরও পড়ুন: ২২ গজে ফিরল এরিকসনের স্মৃতি, ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন ২ ক্যারিবিয়ান ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement