সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাতেই সিলমোহর। অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ প্রথম দলের একাধিক তারকাকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, বিরাট দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন বলে জানিয়েছে বিসিসিআই।
#TeamIndia squad for NZ Tests:
A Rahane (C), C Pujara (VC), KL Rahul, M Agarwal, S Gill, S Iyer, W Saha (WK), KS Bharat (WK), R Jadeja, R Ashwin, A Patel, J Yadav, I Sharma, U Yadav, Md Siraj, P Krishna
*Virat Kohli will join the squad for the 2nd Test and will lead the team. pic.twitter.com/FqU7xdHpjQ
— BCCI (@BCCI) November 12, 2021
টানা বায়ো-বাবলে থাকা নিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চলাকালীনই ভারতীয় দলের একাধিক সদস্যকে অভিযোগ করতে শোনা গিয়েছে। বস্তুত, সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship), ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে আইপিএল এবং বিশ্বকাপ পর্যন্ত টানা প্রায় চারমাস জৈব-বলয়ে ছিলেন ভারতীয় দলের একাধিক তারকা। আগে থেকেই শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে এইসব তারকাদের বিশ্রাম দিতে পারে বোর্ড। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথ দলের একাধিক তারকাকে বিশ্রাম দেওয়া হল। গোটা টেস্ট সিরিজ থেকেই বিশ্রাম পেলেন রোহিত শর্মা (Rohit Sharma), জশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরা (Rishav Pant)। এক ম্যাচের জন্য বিশ্রাম পেলেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে তিনি দলে যোগ দেবেন এবং তিনিই অধিনায়কত্ব করবেন।
সিনিয়ররা বিশ্রাম পাওয়ায় ভাগ্য খুলল তরুণদের। প্রথমবার জাতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পেলেন উইকেটরক্ষক কে এস ভরত। সেই সঙ্গে জাতীয় দলের নিয়মিত সদস্য নন, এমন বহু তারকা সুযোগ পেলেন। দলে ঢুকলেন শ্রেয়স আইয়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা। পন্থ না থাকায় প্রথম দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত ঋদ্ধিমান সাহার। সেই সঙ্গে বিরাট এবং রোহিত না থাকায় প্রথম ম্যাচে রাহানের অধিনায়কত্ব করা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, সেটাও রইল না।
একনজরে ভারতীয় দল:
অজিঙ্কে রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কে এস ভরত, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। (অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন।)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.