সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মঙ্গলবার নির্বাচকপ্রধান অজিত আগরকর (Ajit Agarkar) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে রয়েছেন ৭ ব্যাটার, ৪ পেসার এবং ৩ স্পিনার।
🚨 NEWS 🚨
India’s squad for #CWC23 announced 🔽#TeamIndia
— BCCI (@BCCI) September 5, 2023
নির্বাচকরা ঠিক করেই রেখেছিলেন এশিয়া কাপে পাক ম্যাচ দেখার পর বিশ্বকাপের দল বাছা হবে। সেই মতো প্রধান নির্বাচক অজিত আগরকরও উড়ে যান শ্রীলঙ্কায়। সূত্রের খবর, শনিবার ভারত-পাক ম্যাচ বাতিল হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই বেছে নেন ১৫ সদস্যের দল। এটা অবশ্য প্রাথমিক দল। ভারত চাইলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনতে পারে।
বিশ্বকাপের দলে যথারীতি রোহিত শর্মা অধিনায়ক থাকছেন। হার্দিক পাণ্ডিয়াই থাকছেন সহ-অধিনায়ক। কে এল রাহুল ফিট হয়ে ওঠাই এশিয়া কাপে স্ট্যান্ড বাই হিসাবে থাকা সঞ্জু স্যামসনের বিশ্বকাপে যাওয়া হচ্ছে না। এশিয়া কাপের দল থেকে আর যে দু’জন বাদ গেলেন, তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং তরুণ তিলক বর্মা। তিলক এবং সূর্যকুমার যাদবের মধ্যে ছিল মূল লড়াই। তবে অভিজ্ঞতার নিরিখে সূর্যকেই দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
বিশ্বকাপের ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.