Advertisement
Advertisement

Breaking News

BCCI

দাপুটে পারফরম্যান্সে বিশ্বজয়, অনূর্ধ্ব ১৯ মহিলা ব্রিগেডকে বিরাট আর্থিক পুরস্কার বিসিসিআইয়ের

বিশ্বজয়ী ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

BCCI announces huge cash prize for Under 19 Women's Team
Published by: Anwesha Adhikary
  • Posted:February 3, 2025 8:51 am
  • Updated:February 3, 2025 8:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুবার বিশ্বজয়ী। কেবল জেতা নয়, প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ব্রিগেড। দারুণ পারফরম্যান্সের পর এবার গোটা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে ৫ কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হবে। বিশ্বজয়ী ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

২০২৩ সালে প্রথমবার মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজিত হয়। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলে ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধুর মতো ক্রিকেটাররা। যাঁরা পরবর্তীকালে ভারতীয় দলে খেলেছেন। দুবছর পর সেই সাফল্য ধরে রাখলেন তৃষা গোঙ্গাদিরা। গোটা টুর্নামেন্টে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। খেতাবি লড়াইয়েও দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করলেন নিকি প্রসাদরা।

Advertisement

দুর্ধর্ষ জয়ের পর গোটা দলকে বিশেষ বার্তা দিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফে বলা হয়েছে, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তাজ ধরে রাখার জন্য মহিলা ব্রিগেডকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করছে বিসিসিআই। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’ বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিও আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ীদের।

চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মেয়েরা, তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের এই জয়ে খুশিতে মাতোয়ারা গোটা দেশ। এগিয়ে চলো। জয় হিন্দ।’ গতবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলে তিনজন বাঙালি ক্রিকেটার ছিলেন। তবে এবার বাংলা থেকে কেউ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement