মুস্তাফিজুর রহমান। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ (Bangladesh Cricket) পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র তিনি। চলতি আইপিএলেও (IPL) চেন্নাইয়ের হয়ে ভালো ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। কিন্তু বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে তাঁর কিছু শেখার নেই। বরং তিনি ভারতে এসেছেন নতুনদের শেখাতে। মুস্তাফিজুরকে নিয়ে এমনটাই দাবি করলেন বাংলাদেশ (BCB) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০টি উইকেট তুলেছেন বাংলাদেশি পেসার। পার্পল ক্যাপের দৌড়েও আছেন তিনি। যদিও ১ মে তিনি আইপিএলে শেষ ম্যাচ খেলবেন। তার পরই দেশে ফিরে যেতে হবে মুস্তাফিজুরকে। মে দিবসের দিন চেন্নাইয়ের হয়ে খেলে পর দিন তিনি যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। জিম্বাবোয়ের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে। তার আগে বড়সড় দাবি করলেন জালাল ইউনুস।
কেন ভরা আইপিএলের মাঝেই দেশে ফেরানো হচ্ছে মুস্তাফিজুরকে? এ বিষয়ে বিসিবি-র পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “মুস্তাফিজুরের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ওর থেকে সর্বস্ব নিংড়ে নেবে। শুধু জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার জন্য ওকে ফিরিয়ে আনছি না। মুস্তাফিজুরকে আমরা চাপমুক্ত রাখতে চাই। আইপিএলে থাকলে সেটা সম্ভব নয়।”
তার পরই বড়সড় দাবি করেন জালাল। তিনি বলেন, “আইপিএলে খেলে মুস্তাফিজুরের কিছু শেখার নেই। বরং আইপিএলে বহু প্লেয়ার আছে যারা ওর থেকে শিখতে পারে। তাতে বাংলাদেশের কোনও লাভ নেই।” যদিও এহেন মন্তব্যের জন্য দেশের মধ্যেই তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট জগতের পরিচিত মুখ মহম্মদ সালালউদ্দিন এই মন্তব্যকে ‘জোকস’ বলে ব্যঙ্গ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.