মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল যত এগিয়ে আসছে, ধোনির দলের চিন্তা ততই বাড়ছে।
পাথিরানার চোট নিয়ে চিন্তিত সিএসকে শিবির। পাথিরানা চোট পাওয়ায় মুস্তাফিজুরের উপরে চেন্নাই শিবির ভরসা করেছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানকে চোটের লাল চোখ দেখে মাঠ ছাড়তে হয়।
আইপিএল শুরু হচ্ছে ২২ তারিখ। তার আগে বাংলাদেশের বাঁ হাতি পেসারের চোট চিন্তা বাড়াল সিএসকে শিবিরে। মুস্তাফিজুর রহমান দশম ওভার সম্পূর্ণ করতে পারেননি। হাঁটতে পর্যন্ত পারছিলেন না মুস্তাফিজুর। বাধ্য হয়ে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশি পেসারের চোট কতটা, তার উপরে নজর রাখছে চেন্নাই সুপার কিংস।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে আইপিএলের প্রথমার্ধ থেকে আগেই ছিটকে গিয়েছেন। বৃদ্ধাঙ্গুষ্ঠে চোটের জন্য কনওয়েকে ছাড়াই আইপিএলের প্রথমার্ধে নামতে হবে চেন্নাই সুপার কিংসকে।
Mustafizur Rahman goes back in a stretcher after getting body cramps. He looks in bad shape currently. pic.twitter.com/Ufmn9tIRX0
— (@SergioCSKK) March 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.