সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশ। ফুটছে সে দেশ। হাতুড়ির ঘায়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। সেনাশাসনের অধীনে বাংলাদেশ। উদ্ভুত পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই তীব্র সন্দেহ দানা বেঁধেছে।
কলম্বোয় ১৯ থেকে ২২ জুলাই ছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেই সভা শেষে আইসিসির এক সূত্র ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটকে বলেছেন, ”আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি।”
আইসিসি-র বার্ষিক সাধারণ সভা হয়ে গিয়েছে জুলাই মাসে। কিন্তু আজ সোমবার হাসিনা ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। প্রশ্ন হল, অক্টোবরের মধ্যে কি শান্ত হবে বাংলাদেশ? বিচার ব্যবস্থা, আইন পদ্ধতি নিয়ন্ত্রণে আসবে?
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ।
১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। কিন্তু আজ সোমবারের পরে পরিস্থিতি যে দিকে চলে গেল তাতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হল। বিশ্বকাপের ভেন্যু বদলেও যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.