Advertisement
Advertisement
T-20 World Cup 2021

বিশ্বকাপের পাঁচ ম্যাচেই হার, ভয়ে বাংলাদেশে ফিরছেন না মহমদুল্লারা

বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ জুড়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন সমর্থকরা।

Bangladesh senior cricketers are afraid to go back to their country | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 7, 2021 1:56 pm
  • Updated:November 7, 2021 1:56 pm  

দেবাশিস সেন, দুবাই: একটা সময় পাকিস্তান ক্রিকেটে এরকম শোনা যেত। খারাপ পারফরম‌্যান্সের জেরে তুমুল বিক্ষোভের মধ্যে অনেক ক্রিকেটারই নাকি দেশে ফিরতে পারতেন না। পরে পরিস্থিতি শান্ত হলে ফিরতেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর ঠিক এরকমই হল বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্রিকেটেও!

এবার কোয়ালিফায়িং রাউন্ড খেলে বিশ্বকাপের (T-20 World Cup 2021) মূল পর্বে জায়গা পেয়েছিলেন বাংলার বাঘেরা। তবে সুপার ১২-তে টানা পাঁচ ম‌্যাচেই পরাস্ত হয় তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো মাত্র ৭৩ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে চূড়ান্ত হতাশ করেছেন শাকিব-লিটনরা। স্বাভাবিক ভাবেই দেশের মাটিতে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে ক্রিকেটারদের। সেই ভয়েই নাকি চারজন সিনিয়র ক্রিকেটার দেশে ফিরতে চাইছেন না। বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ জুড়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন সবাই। খবর নিয়ে জানা গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলের দায়িত্ব ছেড়েই আইপিএলের পথে শাস্ত্রী! কোচ হতে পারেন এই ফ্র্যাঞ্চাইজির]

শুক্রবার দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন। কিন্তু ওই চারজন ফেরেননি। রয়ে গিয়েছেন দুবাইতেই। চারজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন অধিনায়ক মহমদুল্লা (Mahmudullah), লিটন দাস, মুশফিকুর রহিম। এমনিতেই অধিনায়ক মাহমুদুল্লাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বলাবলি চলছে, অনেক হয়েছে, এবার অধিনায়ক বদলাতে হবে। বাকি সিনিয়র ক্রিকেটারদেরও মুণ্ডপাত করা হচ্ছে। অনেককেই টিম থেকে বাদ দেওয়ার গণদাবি উঠেছে।

স্বাভাবিক ভাবে এই পরিস্থিতিতে মহমদুল্লারা দেশে ফিরছেন না। যদিও বাংলাদেশের কোনও কোনও মিডিয়া বলার চেষ্টা করল, বায়োবাবলে থাকতে থাকতে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়েছেন। তাই কয়েকজন তারকা দুবাইয়ে থেকে ছুটি কাটাতে চাইছেন। কিন্তু সেই তথ‌্য কতটা বিশ্বাসযোগ‌্য তা নিয়ে ভালরকম সন্দেহ আছে।

[আরও পড়ুন: ‘নোংরামো বন্ধ হোক’, ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলা পাক সমর্থকদের তোপ হরভজনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement