Advertisement
Advertisement

Breaking News

Shakib Al Hasan

‘সব ফরম্যাটে খেলা সম্ভব নয়’, টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত শাকিবের

কেন এমন ইঙ্গিত দিলেন বাংলাদেশের অন্যতম সেরা অল-রাউন্ডার?

Bangladesh legend Shakib Al Hasan contemplating Test retirement | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2021 12:38 pm
  • Updated:December 24, 2021 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খেলছেন না। যা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket) বিতর্ক হয়ে গিয়েছে। শাকিব আল হাসানের এভাবে ‘যখন তখন’ ছুটি নিয়ে নেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবি কর্তারা। এসবের মাঝেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার পুরোপুরিই টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে দিলেন। শাকিব বললেন, তাঁর পক্ষে আর তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

Bangladesh legend Shakib Al Hasan contemplating Test retirement

Advertisement

বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব (Shakib Al Hasan) বলেছেন, করোনার এই সময়ে একসঙ্গে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই অন্তত একটা ফরম্যাটকে বিদায় জানাতে চান তিনি। তিন ফরম্যাটের কোনটি আগে ছাড়বেন, স্পষ্ট করে না বললেও টেস্টের সম্ভাবনাই যে বেশি, সে ইঙ্গিত শাকিবের বক্তব্যেই মিলে গিয়েছে। বাংলাদেশের সেরা অল-রাউন্ডার বলছেন,”কোন ফরম্যাটকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা আমি বুঝি। টেস্ট ক্রিকেট নিয়ে এ বার ভাবার সময় এসেছে। টেস্ট খেলব কিনা, আর খেললেও বা কতটা খেলব, কীভাবে খেলব, সেটা এবার ভাবতে হচ্ছে।”

[আরও পড়ুন: সৌরভ-কোহলি বিতর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী]

তিনি বলছেন, “ঘন ঘন টেস্ট খেললে তেমন লাভ নেই। ৪০-৪২ দিন ধরে দুটো টেস্ট খেলে কী হবে? এখন বেছে বেছে খেলার কথা ভাবতে হয়। তবে যাই করি না কেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই করব।” যদিও, পরক্ষণেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ”আমি বলছি না যে টেস্ট থেকে অবসর নেব।” টেস্ট বা টি-২০ ফরম্যাটেও অবসর নিতে পারেন, এমনও ইঙ্গিত দিয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। শুধু টেস্ট নয়, ওয়ানডেতেও এবার থেকে বেছে বেছে খেলতে চান শাকিব। যে সব ওয়ানডে খেলার কোনও যুক্তি নেই, সেগুলোতে নামতে চান না তিনি। এমনকী ২০২২ বিশ্বকাপের পর টি-২০ থেকেও অবসর নিতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশের অল-রাউন্ডার।

[আরও পড়ুন: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইপিএলের নিলাম! ওমিক্রন আতঙ্কে টুর্নামেন্ট নিয়ে চোরাস্রোত বোর্ডে]

আসলে, শাকিব এখন চাইছেন নিজের পরিবারকে বেশি করে সময় দিতে। তিনি বলছেন, “আমার তিনটি ছোট সন্তান আছে। তাদের যদি সময় দিতে না পারি, তাহলে সেটা মোটেও ভাল বিষয় নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement