Advertisement
Advertisement
বিসিবিতে জট কাটল

ধর্মঘট তুলে নিলেন শাকিবরা, নির্ধারিত সূচি মেনেই ভারত সফরে আসছে বাংলাদেশ

মোর্তাজার হস্তক্ষেপে কাটল জট।

Bangladesh Cricketer withdrawn strike after fallout with board
Published by: Subhajit Mandal
  • Posted:October 24, 2019 1:58 pm
  • Updated:October 24, 2019 2:44 pm  

সুকুমার সরকার, ঢাকা: অচলাবস্থা কাটল বাংলাদেশ ক্রিকেটে। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর নিজেদের ধর্মঘট তুলে নিলেন শাকিবরা। যার ফলে ভারত সফরে আসতে তাদের আর কোনও আপত্তি রইল না। বিসিবি সূত্রের খবর, বোর্ড কর্তারা ক্রিকেটারদের যাবতীয় দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরই ধর্মঘট তোলার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা।


 সোমবার নিজেদের এগারো দফা দাবি নিয়ে  অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। যাঁদের মধ্যে শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল-সহ বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার ছিলেন। ক্রিকেটারদের তরফে পরিষ্কার বলা হয়, দাবিদাওয়া না মানলে ক্রিকেট ম্যাচ খেলা দূরে থাক। অনুশীলনেও যাওয়া হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাল্টা অনমনীয় মনোভাব দেখাতে শুরু করে। সব মিলিয়ে এতটাই অনিশ্চয়তা শুরু হয়ে যায় যে, আসন্ন ভারত সফরে বাংলাদেশ খেলতে আসবে কি না তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে মহারাজের প্রত্যাবর্তন, বোর্ড প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলেন সৌরভ ]

কিন্তু বুধবার থেকে দু’পক্ষের অবস্থার উন্নতি ঘটে। বোর্ডের অচলাবস্থা কাটাতে প্রাক্তন অধিনায়ক তথা দলের নেতা মশরাফি মোর্তাজাকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোর্তাজার হস্তক্ষেপেই কাটতে শুরু করে অচলাবস্থা। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে রাজি করান বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি। বুধবার রাতে প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানান,  ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাঁরা দাবি মানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাজমুল। বোর্ডের নমনীয় মনোভাবের পরই ধর্মঘট প্রত্যাহার করেন শাকিবরা। নিয়মিত অনুশীলন করার পাশাপাশি ভারত সফরেও তাঁরা আসবেন বলে জানান ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সূচি মেনেই ভারতে আসবে বাংলাদেশ দল। আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। ভারতের বিরুদ্ধে মোট ৩টি টি-টোয়েন্টি এবং ২টো টেস্ট খেলবে বাংলাদেশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement