Advertisement
Advertisement
শাকিব আল হাসান

দুস্থদের সেবায় ফের মানবিক শাকিব, প্রিয় ব্যাট নিলামে তুলছেন অলরাউন্ডার

ফেসবুক লাইভে ঘোষণা করেছেন বাংলাদেশি ক্রিকেটার।

Bangladesh cricketer Shakib Al Hasan to auction his favourite bat

ফাইল ছবি

Published by: Subhamay Mandal
  • Posted:April 22, 2020 1:02 pm
  • Updated:April 22, 2020 2:06 pm  

সুকুমার সরকার, ঢাকা: মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলবেন শাকিব আল হাসান। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা করেন শাকিব। ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে লাইভে আসেন শাকিব। এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আল্লাহর কৃপায় সফল হয়েছি। ব্যাট ও বলে ভাল একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি অকশনে (নিলাম) দেওয়া হয়েছে। বোধহয় আগামিকাল (বুধবার) রাত দশটায় অকশন ফর অ্যাকশন এই পেজ থেকে নিলাম হবে। যাঁরা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তাঁরা এই অকশনে যোগদান করতে পারেন।’

Advertisement

[আরও পড়ুন: এবার ধোনির জন্য গান বাঁধলেন ব্রাভো, ভিডিও দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা]

তিনি আরও বলেন, ‘এই ব্যাটটি আমার কাছে স্পেশ্যাল। শুধু বিশ্বকাপই নয়, গত এক বছরে এই ব্যাট দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় দেড় হাজার রান করেছি। ব্যাটটি আমার কাছে অনেক বেশি প্রিয়। যেহেতু আমি এখন খেলছি না, সুতরাং, ব্যাট ব্যবহার হচ্ছে না। ব্যাটটি আমার খুব কাছের, সহজে ছাড়তে মন চায় না। তারপরও এরকম একটি কাজের জন্য ব্যবহার হলে ভাল লাগবে।’ এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই শাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওয়া হবে। সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।

[আরও পড়ুন: লকডাউনে নয়া লুক! মাথা নেড়া করে অনুরাগীদের অবাক করলেন কপিল দেব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement