বাংলাদেশ ক্রিকেট দল।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর কথা ২০২৫ সালে। কিন্তু টুর্নামেন্টের সবক’টি ম্যাচই পাকিস্তানে হবে কিনা, সেই ব্যাপারে নিশ্চয়তা নেই।
ভারতীয় ক্রিকেট বোর্ড পাক মুলুকে গিয়ে খেলতে রাজি নয়। ইমরান খানের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছে বিসিসিআই।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (Bangladesh Cricket Board) পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার আবেদন করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে গিয়ে খেলার কথা বাংলাদেশের (BAN vs PAK)। ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফর। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট হবে ২১-২৫ আগস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর।
তার আগে পাক মুলুকের নিরাপত্তা খতিয়ে দেখার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ”নিরাপত্তা দেওয়ার ব্যাপার পাকিস্তানের। আমরা ওখানে যাব ঠিকই, আমাদের জানানো হয়েছে রাজ্য স্তরের নিরাপত্তা দেওয়া হবে। এশিয়া কাপ খেলতে আমরা পাকিস্তানে গিয়েছিলাম। সেবার রাজ্য স্তরের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। এবারের সফরে যাওয়ার কথা আমরা স্বীকার করেছি, কারণ আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”
দুটেস্টের সিরিজের আগে বাংলাদেশের এ দল পাকিস্তানে খেলতে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.