Advertisement
Advertisement

Breaking News

Cricket Controversy

উইকেটের ফাঁক দিয়ে গলে গেল বল! তবুও আউট নন ব্যাটার! ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড়

দীর্ঘ ২৭ বছর পর ফের একবার চমকে দেওয়া ঘটনা সামনে এল।

Ball passes through stumps but batter not Out! fans reminder Pakistan vs South Africa Test incident, video gone viral। Sangbad Pratidin

এই ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 10, 2024 4:32 pm
  • Updated:February 10, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেটে সজোরে এসে লাগল বল। তবুও বেল পড়ল না। বিশ্ব ক্রিকেট বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছে। তবে এবার যেটা ঘটল সেটার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। ব্যাটার বলের লাইন মিস করলেও, উইকেটের ফাঁক দিয়ে বলে গেল! এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। সুরাটের একটি টেনিস বলের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। স্বভাবতই সেই ভিডিও এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল। একইসঙ্গে এই ব্যাপারটা ভাইরাল হতেই, ক্রিকেটপ্রেমীদের মনে পড়েছে পাকিস্তান (Pakistan) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে আয়োজিত হওয়া একটি টেস্টের ঘটনা।

সুরাটের সেই ক্লাব ম্যাচে ঠিক কী ঘটেছিল?

Advertisement

সুরাটের নাজিব উল্লা ট্রফির একটি ম্যাচ চলার সময় এই ঘটনা সবার নজরে আসে। বিপক্ষ দলের বোলারের লাইন মিস করেছিলেন এক ব্যাটার। তবে তাঁর ভাগ্য ভালো। কারণ বোল্ড হওয়ার বদলে মিডল ও লেগ স্টাম্পের ফাঁক দিয়ে বল গলে যায়! চলে যায় উইকেটকিপারের হাতে। সেই মুহূর্তের পর ব্যাটারের মুখে হাসি ফুটলেও, বোলারকে মেজাজ হারাতে দেখা যায়। বল উইকেটে লাগলেও ব্যাটার বোল্ড হলেন না! ব্যাপারটা কিছুতেই মানতে পারছিলেন না সেই বোলার। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

[আরও পড়ুন: সূর্যর সঙ্গে জার্সি বদল! টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটারকে কী বার্তা দিলেন ম্যান ইউ কিংবদন্তি?]

 

১৯৯৭ সালে প্রথমবার এমন ঘটনার সাক্ষী থেকেছিল বিশ্ব ক্রিকেট। ফয়সলাবাদে চলছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দিনের খেলা চলার সময় ঠিক এভাবেই বেঁচে গিয়েছিলেন প্যাট সিমকক্স (Pat Symcox)। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া।

 

সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের খেলা চলছিল। স্কোরবোর্ডে তখন ৭ উইকেটে ১৯৪ রান। গ্যারি কার্স্টেনের (Gary Kirsten) সঙ্গে ক্রিজে ছিলেন অলরাউন্ডার সিমকক্স। মুস্তাক আহমেদের (Mushtaq Ahmed) একটি ফ্লিপারের লাইন মিস করেন প্রোটিয়া ক্রিকেটার। বল গিয়ে লাগে অফ ও মিডল স্টাম্পের মাঝের অংশে। তবে বেল পড়েনি! গোটা ব্যাপারটা দেখে চমকে যান দুই দলের ক্রিকেটাররা।

দীর্ঘ ২৭ বছর পর ফের একবার চমকে দেওয়া ঘটনা সামনে এল। সুরাটের টেনিস বল প্রতিযোগিতার সঙ্গে মিলেমিশে গেল পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। স্বভাবতই এমন ভিডিও দেখার জন্য চাহিদা তুঙ্গে।

[আরও পড়ুন: কোহলি-অ্যান্ডারসনের ডুয়েল থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা, তোলপাড় সোশাল মিডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement