এই সেই বিতর্কিত মুহূর্ত। আয়ুবের টুপিতে আটকে যায় বল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan-Australia) টেস্টে ফের বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটার সাইম আয়ুব (Saim Ayub) টুপি দিয়ে বল থামালেন। কিন্তু তার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হল না। পাক-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কম বিতর্ক হচ্ছে না। এর আগে মহম্মদ রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক হয়েছে। এবার সাইম আয়ুবের বল থামানো নিয়ে বিস্তর আলোচনা হল। শেষমেশ অবশ্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হয়নি। কারণ ইচ্ছাকৃত ভাবে টুপি দিয়ে বল থামাননি পাকিস্তানের সাইম আয়ুব।
ঘটনাটা কী? অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৫-তম ওভারের ঘটনা। তারকা অজি ব্যাটার স্টিভ স্মিথ পাক বোলার সাজিদ খানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে মারেন। টাইমিং ঠিকঠাক না হলেও বল বাউন্ডারির দিকে যায়। বাউন্ডারি বাঁচানোর জন্য বল তাড়া করেন আয়ুব। বলের কাছাকাছি পৌঁছে আয়ুব ঝাঁপিয়ে পড়ে বলটা ধরার চেষ্টা করেন। তাঁর টুপি বলের উপরে পড়ে। থমকে যায় বল। প্রচণ্ড জোরে দৌড়নো আয়ুবের বুটের স্টাডের ধাক্কায় মাঠের ঘাস উঠে আসে।
নিয়ম অনুযায়ী আউটফিল্ডে পড়ে থাকা টুপি বা হেলমেটে বল লাগলে যে দল ব্যাট করছে, সেই দলের রানের সঙ্গে পাঁচ রান যোগ করা হয়। কিন্তু এক্ষেত্রে পাকিস্তানকে শাস্তি দেওয়া হয়নি। কারণ আয়ুবের টুপি ইচ্ছাকৃতভাবে বলের উপরে পড়েনি। পাকিস্তানকেও শাস্তি দেওয়া হয়নি।
A nasty moment in the SCG outfield!
Thankfully Saim Ayub is ok to continue #AUSvPAK pic.twitter.com/rRAC6rAqer
— cricket.com.au (@cricketcomau) January 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.