গোটা দিন বাবর আজমকে এভাবেই দেখা গিয়েছে। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়কত্ব হারানোর শোক কি ভুলতে পারছেন না বাবর আজম (Babar Azam)? পাকিস্তানের (Pakistan) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেও, তাঁর মন কোথায়! স্কুল পড়ুয়া ছেলের মতো রান আউটের সুযোগ হাতছাড়া করছেন। তাঁর হাত থেকে গলে যাচ্ছে বল। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পারথ টেস্টের প্রথমদিন বারবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের এমন লজ্জাজনক ফিল্ডিং দেখা গেল। সেঞ্চুরি করা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner) রান আউট করার সহজ সুযোগ হেলায় নষ্ট করেন বাবর। আর তাই তাঁকে ব্যাপক ট্রোল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
অজি ইনিংসের ৬৪ ওভারের প্রথম বলের ঘটনা। পাক অফ স্পিনার আঘা সলমানের (Agha Salman) একটি বাইরে যাওয়া ডেলিভারিকে মারতে গিয়ে স্টেপ আউট করেন ওয়ার্নার। সেই বল মিস করলে উইকেটকিপার সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) গ্লাভসের কোনায় বল লেগে চলে যায় প্রথম স্লিপে থাকা বাবরের হাতে। ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়া ওয়ার্নার তখন ১৪১ রানে অপরাজিত। তাঁকে রান আউট করার সহজ সুযোগ হেলায় হারান বাবর। খুব সামান্য দূরে থাকলেও উইকেট ভাঙতে ব্যর্থ হন প্রাক্তন পাক অধিনায়ক। সেই থ্রো উইকেটে না লাগার জন্য বদলে ‘ওভার থ্রো’-র জন্য রান পায় অস্ট্রেলিয়া।
A very eventful bye 🫣 #AUSvPAK pic.twitter.com/kbyL7gtaYg
— cricket.com.au (@cricketcomau) December 14, 2023
একটা সময় মনে হচ্ছিল ওয়ার্নার যে কোনও মুহূর্তে ডাবল সেঞ্চুরি সেরে ফেলতে পারেন। কিন্তু সেটা হয়নি। ২১১ বলে ১৬৪ রানে থেমে যায় তাঁর এই মারমুখী ইনিংস। মারলেন ১৬টি চার ও ৪টি ছক্কা। ৭৭.৭২ স্ট্রাইকরেট বজায় রেখে পাক বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনেন অজি ওপেনার। ৭৪.৫ ওভারে ডানহাতি জোরে বোলার আমির জামাল তাঁকে আউট করেন। ওয়ার্নারের ক্যাচ ধরেন ইমাম উল হক। ওয়ার্নার সেঞ্চুরি করলেও, বাকিরা বড় রানের মুখ দেখেননি। যদিও প্রথমদিন ৮৪ ওভারের খেলায় ৫ উইকেটে ৩৪৬ রান তুলে দিয়েছে প্যাট কামিন্সের দল। মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রান ক্রিজে আছেন।
– Pratishta
– Parampara
– Anushasan#AUSvsPAK #PSLDraft#AUSvPAKpic.twitter.com/2tdnw0Vioh— Ash (@Ashsay_) December 14, 2023
এদিকে চলতি অজি সফরে ফিল্ডিং মিসের বহর কিন্তু প্রথম ঘটনা নয়। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলার সময়ও এমনভাবে ‘ওভার থ্রো’ করেন বাবর। মোট ৭ রান পান ম্যাট রেনশো। এবারও সেই মুহূর্ত ফিরে এল। জঘন্য ফিল্ডিং করল পাকিস্তান। স্বভাবতই পাক ক্রিকেটারদের এমন ফিল্ডিং দেখে স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে সমালোচনাও করছেন। এছাড়া এদিন আমির জামালের বলে মিস হয় সহজ ক্যাচ। দ্বিতীয় সেশনে মিস হয় উসমান খোয়াজার ক্যাচ। তাঁর লোপ্পা ক্যাচ ফেলে দেন আবদুল্লা শফিক। সেই মুহূর্তও ভাইরাল হতে সময় লাগেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.