Advertisement
Advertisement

Breaking News

Babar Azam

সমর্থকদের কটাক্ষে মেজাজ হারিয়ে বোতল ছুড়লেন বাবর, দেখুন ভাইরাল ভিডিও

সমর্থকদের মুখে 'জিমবাবর' কটাক্ষ!

Babar Azam fumes at spectators, threatens to throw bottle in viral clip; internet divided over ZimBabar truth। Sangbad Pratidin

বাবর আজমের মেজাজ হারানোর সেই মুহূর্ত।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 25, 2024 2:37 pm
  • Updated:February 25, 2024 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে তাঁর নাম বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিয়ামসন (Kane Williamson), জো রুট (Joe Root) ও স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে নেওয়া হয়। তবে গত বিশ্বকাপ থেকে বাবর আজমের (Babar Azam) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আগেই নেতৃত্ব হারিয়েছেন। এবার তাঁর প্রতি ‘জিমবাবর’ কটাক্ষ উড়ে আসতেই এক সমর্থকের দিকে জলের বোতল ছুড়ে মারতে গেলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক। পিএসএলের (PSL) একটি ম্যাচ চলার সময় বিতর্কে জড়ান বাবর। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর। মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ চলার সময় ডাগআউটে বসেছিলেন তিনি। সেই সময় গ্যালারিতে বসে থাকা এক সমর্থক তাঁকে লক্ষ্য করে ‘জিমবাবর’ বলে চিৎকার করতে থাকেন। সেটা কানে আসতেই মেজাজ হারান তারকা ব্যাটার। এবং একটানা ‘জিমবাবর’ কটাক্ষ শোনার পর সেই সমর্থকের দিকে বোতল দিয়ে মারতে উদ্যত হন। এমনকী বাবর সেই সমর্থককে তাঁর সামনে আসতে বলেন। যদিও সেই সমর্থক সামনে আসেননি। তবে সমর্থককে মারতে যাওয়া বাবরের এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁকে নিন্দার মুখে পড়তে হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কুম্বলের সামনেই তাঁর রেকর্ড ভেঙে চুরমার! শীর্ষে বসলেন অশ্বিন]

 

কিন্তু কেন তাঁকে ‘জিমবাবর’ বলে কটাক্ষ করা হয়?

আসলে বিশ্বকাপে বাবরের খারাপ ব্যাটিং ও অধিনায়কত্ব দেখে তাঁকে কটাক্ষ করেছিলেন মহম্মদ আমির। প্রাক্তন পাক পেসার বলেছিলেন, “বাবর তো জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলে ওর রেকর্ড ভালো করেছে! শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে ওর ব্যাটে রান কোথায়!”

জিম্বাবোয়ের বিরুদ্ধে বাবরের পরিসংখ্যান তুলে ধরা হল। মোট ১১৭টি ওডিআই-এর মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে বাবর খেলছেন ৯টি ম্যাচ। তাঁর রান ৪৫৯। সর্বোচ্চ ১২৫। গড় ১১৪.৭৫। সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। অন্যদিকে মোট ১০৯টি টি-২০ ম্যাচের মধ্যে বাবর সেই একই বিপক্ষের বিরুদ্ধে খেলেছেন ৭টি ম্যাচ। তাঁর রান ২৩২। সর্বোচ্চ ৮২। সঙ্গে রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। এর পাশাপাশি মোট ৫২টি টেস্ট খেলা বাবর তাঁর কেরিয়ারে জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। রান মাত্র ২। আর তাই হয়তো বাবরকে ‘জিমবাবর’ কটাক্ষ হজম করতে হল।

আরও পড়ুন: ভারতের নতুন ‘ধ্রুবতারা’কে ধোনির সঙ্গে তুলনা গাভাসকরের! রোহিতদের শিখতে বললেন কুম্বলে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement