বাবর আজম ও বুমরাহ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর বিষাক্ত ইয়র্কার নিমেষের মধ্যে উইকেট ভেঙে দেয়। ডেথ ওভারের বোলিংয়ে ভারতীয় বোলারের জুড়ি মেলা ভার। কিন্তু ম্যাচ বাঁচাতে বুমরাহ নন, বরং অন্য এক বোলারকে বেছে নিতে চান বাবর আজম (Babar Azam)। পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়কের কথা শুনে বর্ডারের দুদিক থেকেই হাসির রোল উঠেছে।
কে সেই বোলার, যাঁকে জশপ্রীত বুমরাহর থেকেও এগিয়ে রেখেছেন বাবর? তিনি পাক দলের সতীর্থ নাসিম শাহ (Naseem Shah)। সম্প্রতি একটি পডকাস্টে বাবরকে কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। ম্যাচ জিততে শেষ ওভারে ১০ রান বাঁচাতে হবে। তখন কাকে বোলার হিসেবে বেছে নেবেন পাক অধিনায়ক? বুমরাহ নাকি নাসিম শাহকে? কোনও রকম দ্বিধা না করেই নাসিমের নাম নেন বাবর।
সঙ্গে তিনি যোগ করেন, “নাসিম যেভাবে চোট থেকে ফিরে এসেছে, তার জন্য আমি খুশি। ওর মতো প্রতিভা পাকিস্তানে খুব একটা চোখে পড়ে না।” কিন্তু তাঁর সঙ্গে বুমরাহর তুলনায় বেজায় চটেছেন ক্রিকেট ভক্তরা। শুধু ভারত নয়, পাকিস্তান থেকেও অনেকে তাঁকে মনে করিয়ে দিচ্ছেন ডেথ ওভারে বুমরাহর পারফরম্যান্সের কথা। বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তানের খারাপ ফলের কথাও সোশাল মিডিয়ায় লিখছেন সমর্থকরা।
Babar Azam picks Naseem Shah over Jasprit Bumrah pic.twitter.com/JreXGFXJZQ
— ٰImran Siddique (@imransiddique89) April 7, 2024
বিশ্বকাপের পরে বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগেই ফের পাকিস্তানের নেতৃত্বে ফিরে এসেছেন বাবর। যা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে সে দেশে। এবার দুদেশের ক্রিকেট প্রেমীদের কাছেই হাসির পাত্র হয়ে গেলেন বাবর।
Jasprit Bumrah has bowled 71 consecutive overs in IPL without conceding more than 15 runs in an over. The last time he went for more than 15 was 16 runs vs SRH in Abu Dhabi in 2021. #IPL
— Mazher Arshad (@MazherArshad) April 7, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.