সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও রানআউট হওয়া সম্ভব! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে আজহার আলি যেভাবে রানআউট হয়েছিলেন, তাতে তাজ্জব হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব। পাক ব্যাটসম্যান ক্রিজে দাঁড়িয়ে নিজেও বুঝতে পারেননি যে তিনি আউট হয়ে গিয়েছেন। ভেবেছিলেন তাঁর শটটি বাউন্ডারির বাইরে চলে গিয়েছে। সে সময় নন-স্ট্রাইকার এন্ডে থাকা সতীর্থকে ডেকে ক্রিজের মাঝেই গল্প জুড়ে দিয়েছিলেন আজহার। আর তখনই দেখেন অজি উইকেটকিপার টিম পেইন বল হাতে স্টাম্প ভাঙছেন। তারপর বোঝেন তিনি আউট। যে ঘটনা বিশ্বাস করতে পারেননি পাকিস্তান দলের কোচ মিকি আর্থারও। বৃহস্পতিবারের সেই দৃশ্য নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে তারই মধ্যে শুক্রবার ফের অদ্ভুত রানআউট দেখল ক্রিকেটমহল।
Have you ever seen anything like it? Azhar Ali was run out in the strangest of circumstances earlier today! 😲 #PAKvAUS pic.twitter.com/s2WbostY10
— ICC (@ICC) October 18, 2018
আবু ধাবির পর এবার নিউজিল্যান্ডের ওয়েলিংটন সাক্ষী রইল অবিশ্বাস্য এক রানআউটের। প্লাঙ্কেট শিল্ডের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন এবং ওটাগো। সেখানে অলরাউন্ডার নাথান স্মিথ এবং মাইকেল রিপন রান নিতে গিয়ে যে কাণ্ড করলেন তা দেখে হতভম্ব দর্শকরা। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ম্যাচের ৪৭ তম ওভারে ফাইন লেগের দিকে শট নেন রিপন। ভেবেছিলেন দৌড়ে দু’রান নেবেন। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই ঘটে বিপত্তি। পা পিছলে দু’বার পড়ে যান তিনি। এমন দৃশ্য দেখে তড়িঘড়ি মাঝ-উইকেট থেকে নন-স্ট্রাইকার এন্ডে ফিরে আসার চেষ্টা করেন স্মিথ। কিন্তু তিনিও একইভাবে পড়ে যান। আর ক্রিজে দুই ব্যাটসম্যান পড়ে থাকাকালীনই বল উইকেটে ঠেকিয়ে দেন ওয়েলিংটনের উইকেটকিপার জনস। কিউয়িদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে এমন রানআউটের দৃশ্য চোখে দেখার পরও অনেকে বিশ্বাস করতে পারছেন না। টেস্ট ম্যাচের ইতিহাসে এমন রানআউট নিঃসন্দেহে বিরল।
#PAKvAUS: Hey look at this weird and hilarious run out!
Plunkett Shield: Hold my 🍺 pic.twitter.com/qyTGwQHig5— 🎃TarEEK! LaSCARE (@tarequelaskar) October 19, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.