Advertisement
Advertisement
LSG

দিল্লির বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের পর আশার আলো, লখনউ শিবিরে ফিরছেন ১০ কোটির পেসার

জানুয়ারি মাস থেকে চোটে ভুগেছেন তারকা পেসার।

Avesh Khan returns to LSG squad after getting injured
Published by: Anwesha Adhikary
  • Posted:March 26, 2025 6:25 pm
  • Updated:March 26, 2025 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অষ্টাদশ আইপিএলের প্রথম ম্যাচটা মোটেও ভালো যায়নি ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের। দলের একাধিক বোলারের চোট-আঘাত আরও ভোগাচ্ছে টিমকে। দ্রতগতির পেসার মায়াঙ্ক যাদব ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসেবে টিমে এসেছেন শার্দুল ঠাকুর। প্রবল দুঃসময়ের মধ্যে অবশেষে সুখবর এল লখনউ শিবিরে।

দিল্লির কাছে ১ উইকেটে ম্যাচ হারের পর লখনউয়ের সহকারি কোচ ল্যান্স ক্লুজনার দুঃখ করে বলে যান যে, টিমের একঝাঁক পেসারের চোট কাজ কঠিন করে দিচ্ছে। আকাশ দীপ, আভেশ খান, মায়াঙ্ক যাদব, মহসিন খান-চার পেসারের নাম উল্লেখ করে যান তিনি। তবে লখনউ শিবিরে সুখবর, এঁদের মধ্যে আভেশ খানের টিমে যোগ দেওয়া নিয়ে আর সমস্যা নেই। তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

Advertisement

ডান হাঁটুর চোট এত দিন ভোগাচ্ছিল আভেশকে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডাক্তাররা ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ভারতীয় পেসারকে। দিন কয়েকের মধ্যেই লখনউ শিবিরে যোগ দেবেন তিনি। গত জানুয়ারি মাস থেকে জাতীয় জার্সিতে আর নামতে পারেননি আভেশ। দেশের হয়ে শেষ বার খেলেছেন গত বছর নভেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে।

মধ্যপ্রদেশের হয়ে রনজি ট্রফির শেষ গ্রুপ পর্বের ম্যাচে নামাও তাঁর পক্ষে সম্ভব হয়নি। খবর যা, গত সোমবারই আভেশের চূড়ান্ত ফিটনেস টেস্ট হয়ে গিয়েছে। তবে লখনউ শিবিরে দ্রুত তিনি যোগ দিলেও পরের ম্যাচ থেকেই নেমে পড়া সম্ভব হবে না। আগামী ২৭ মার্চ হায়দরাবাদে ভয়ঙ্কর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে হবে ঋষভ পন্থদের। সেই ম্যাচে পন্থরা পাবেন না আভেশকে। ম্যাচ ফিট হতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement