সাদারল্যান্ড। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার (Australia) মহিলা দলের ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland)। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। পারথে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে টেস্টে এই নজির গড়েন অজি ব্যাটার। ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান সাদারল্যান্ড।
এর আগে ২০০১ সালে কারেন রল্টন এই নজির গড়েছিলেন। ২৩ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন সাদারল্যান্ড। উল্লেখ্য, রোল্টনের ডাবল সেঞ্চুরি এসেছিল ৩০৬ বলে। কিন্তু সাদারল্যান্ডের আগ্রাসী ব্যাটিং নতুন করে রেকর্ড লিখল ইতিহাস বইয়ের পাতায়। সাদারল্যান্ড শেষ পর্যন্ত ২৫৬ বলে ২১০ রান করেন। সাদারল্যান্ড প্রায় ভেঙে দিচ্ছিলেন স্বদেশীয় এলিস পেরির অপরাজিত ২১৩ রানের রেকর্ডও। অল্পের জন্য রক্ষা পায় সেই রেকর্ড।
A maiden double hundred from Annabel Sutherland has furthered Australia’s advantage in Perth 🤩#AUSvSA 📝: https://t.co/Jq7PUVOM5x pic.twitter.com/io6BJPsy21
— ICC (@ICC) February 16, 2024
সাদারল্যান্ডের দুরন্ত এই ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া বিশাল রান করে প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে। প্রথম ইনিংসে অজিরা ৯ উইকেটে ৫৭৫ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। মহিলাদের টেস্ট ক্রিকেটে এটাও সর্বোচ্চ স্কোর। উল্লেখ্য, ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পরে সবচেয়ে কম বয়সে টেস্টে ডাবল করলেন সাদারল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৬ রানে। গোড়ার দিকে ধৈর্যশীল ব্যাটিং করছিলেন সাদারল্যান্ড। প্রথম ৩৫ বলে মাত্র ৭ রান করেছিলেন তিনি। তার পরে নির্দয় ভাবে ব্যাটিং করতে শুরু করেন। ১৪৯ বলে সেঞ্চুরি করেন সাদারল্যান্ড। সাদারল্যান্ডের ইনিংসে সাজানো ছিল ২৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা।
Nailed!
A special moment for Annabel Sutherland who brings up her double century – with the final ball before tea! #AUSvSA pic.twitter.com/4smkkycMQe
— cricket.com.au (@cricketcomau) February 16, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.