সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর বীরের সম্মান পেয়েছিলেন রোহিত-বিরাটরা। মুম্বইয়ের রাস্তায় ছিল জনসমুদ্র। দেশের মানুষের মুখে মুখে ঘুরেছে ক্রিকেট তারকাদের নাম। অথচ অস্ট্রেলিয়ার ছবিটা সম্পূর্ণ আলাদা! সেই দেশের লোকেরাই চেনেন না প্যাট কামিন্সদের।
২০২৩-র বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। তার আগে জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপও। অ্যাসেজেও রয়েছে তাঁদের দাপট। গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন ট্র্যাভিস হেড। বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতবাসীদের ‘চুপ’ করিয়ে দিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু অস্ট্রেলিয়াতেই অচেনা দুজনে! সম্প্রতি একটি ভিডিওয় সেই ছবিই ধরা পড়ছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় এক ব্যক্তি রাস্তার পথচারীদের জিজ্ঞেস করেন, প্যাট কামিন্সকে চেনেন কিনা? কিংবা ট্র্যাভিস হেডের নাম জানেন কিনা? অথচ আশ্চর্যের হলেও অধিকাংশ পথচারীই দুজঙ্কে চেনেন না! একজন কোনও রকমে ব্রেট লির নাম মনে করতে পারলেন। কিন্তু তাও কিংবদন্তি অজি বোলারের পদবি ঠিক মতো বলতে পারলেন না। যদিও ভিডিওর শেষ দিকে একজন জানালেন তিনি বিরাট কোহলির নাম শুনেছেন।
ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অসংখ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি অস্ট্রেলিয়াতে ক্রিকেটের জনপ্রিয়তা এতটাই কম? এর জন্য আইসিসিকেও দায়ী করছেন অনেকে। কেউ কেউ বলছেন, ক্রিকেটের জনপ্রিয়তা শুধু উপমহাদেশেই। আবার অনেকে অবাক হয়েছেন, বিরাটকে চেনে অথচ নিজের দেশের ক্রিকেটারদেরই চেনে না। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার পর কামিন্সরা যখন দেশে ফিরেছিলেন, তখন তাঁদের অভ্যর্থনায় ছিলেন হাতে গোনা লোক। ক্রিকেট ভক্তরা রীতিমতো চিন্তিত অস্ট্রেলিয়ার ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে।
What a shame for ICC, cricket is dying in Australia. pic.twitter.com/wi7Hhc0MFY
— narsa. (@rathor7_) August 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.