Advertisement
Advertisement

Breaking News

Fawad Ahmed

‘আবার আমাদের দেখা হবে’, চার মাসের ছেলেকে হারিয়ে শোকে পাথর অজি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

Australian cricketer Fawad Ahmed shares heartbreaking post on demise of his little son । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 25, 2023 12:34 pm
  • Updated:October 25, 2023 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপুত্রকে হারিয়ে শোকস্তব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফাওয়াদ আহমেদ (Fawad Ahmed)। হৃদয় বিদারক এই খবরটি তিনি নিজেই পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
জন্মের পর থেকেই ফাওয়াদের শিশুপুত্র ভুগছিল। সোমবার সেই লড়াইয়ে হার মানে চার মাসের একরত্তি। ফাওয়াদ লিখেছেন, ”যতক্ষণ না আবার আমাদের দেখা হচ্ছে, দুর্ভাগ্যক্রমে দীর্ঘ রোগভোগের পরে আমার ছোট্ট ছেলে কঠিন ও যন্ত্রণার এক লড়াইয়ের কাছে হার মানল। আমার বিশ্বাস, তুমি ভালো স্থানে আছো। আমরা তোমার অভাব অনুভব করছি। এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে কেউ কখনও যায়নি বলেই মনে হয়। আমাদের জন্য প্রার্থনা করো।”
ফাওয়াদের এহেন পোস্টের পরে নেটিজেনরা শোকজ্ঞাপন করেছেন। পাকিস্তানের প্রাক্তন পেসার সোহেল তনবীরও শোকজ্ঞাপন করেছেন। 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরই নেতৃত্ব খোয়াবেন বাবর আজম! পাক অধিনায়ক হওয়ার দৌড়ে তিন তারকা]

উল্লেখ্য, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফাওয়াদ। দুই ফরম্যাটেই তিনটি করে উইকেট নিয়েছেন। ২০১৩ সালে শেষ বার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ফাওয়াদ। সেবার অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। পাকিস্তানে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০১০ সালে অস্ট্রেলিয়া উড়ে এসেছিলেন ফাওয়াদ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান ফাওয়াদ। অজি জাতীয় দলের হয়েও খেলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ড ম্যাচের আগে সপ্তাহ খানেক ছুটি, সাপোর্ট স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement