Advertisement
Advertisement

Breaking News

David Warner

অভিনয়ের পর রাজনীতিতে পা! ‘আত্মনির্ভর’ দেশ গড়তে ভোটে লড়বেন ওয়ার্নার? তুঙ্গে জল্পনা

সোশাল মিডিয়ায় কী পোস্ট করলেন অজি তারকা?

Australian Cricketer David Warner teases political career in X handle post
Published by: Arpan Das
  • Posted:March 18, 2025 2:20 pm
  • Updated:March 18, 2025 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় সিনেমায় পা রাখার খবর জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার কি রাজনীতিতেও আসতে চলেছেন অস্ট্রেলীয় ক্রিকেটার? আর তাঁর নজর একেবারে সংসদের সদস্য হওয়ায়। সোশাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে মতামত রাখার পাশাপাশি রাজনীতিতে আসার আগ্রহ নিয়ে তাঁর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।

এক্স হ্যান্ডলে প্রথমে ওয়ার্নার পোস্ট করেন, ‘আমার মতে এবার রাজনীতিতে এসে সংসদের সদস্য হওয়া উচিত। আপনারা কী ভাবছেন?’ এই পোস্ট দেখে প্রথমে কিছুটা অবাকই হয়ে যান নেটিজেনরা। অনেকে বিভ্রান্ত হন যে ভারত না অস্ট্রেলিয়া, কোন দেশে ভোটে লড়ার কথা বলছেন তিনি? বহু ভারতীয় তাতে কমেন্টও করেন। এমনিতে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা ওয়ার্নারের। তার মধ্যে সদ্য তেলুগু সিনেমায় নামার কথাও জানিয়েছেন।

Advertisement

অবশ্য কিছুক্ষণের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। একজনের প্রশ্নের উত্তরে আরও একটি পোস্ট করেন ওয়ার্নার। সেখানে তিনি লেখেন, ‘সকলে কী ভাবছে ও চাইছে, সেটা জানতে পারলে ভালো লাগবে। আয়কর কমানো, জনতার হাতে আরও বেশি টাকা, জিএসটি বাড়ানো, আমি জানি না কোনটা বদলানো উচিত। কিন্তু প্রথমে আমাদের ঘরকে রক্ষা করতে হবে। অস্ট্রেলিয়ার পণ্যকে সবাই সমর্থন করুন।’

তারপরই জল্পনা ছড়ায়, তাহলে কি এবার রাজনীতিতে পা রাখতে চলেছেন ওয়ার্নার? নাকি এটাও কোনও চমকের অংশ? কমেন্টে অনেকে পরামর্শ দেন, ওয়ার্নারকে সমর্থনও জানান। বিশেষ করে অস্ট্রেলিয়ার পণ্যকে সমর্থনের বিষয়টিকে অনেকে ‘আত্মনির্ভরতা’ও বলছেন। আর সত্যিই যদি তিনি রাজনীতিতে যোগ দেন, সেটা চমকপ্রদ ব্যাপার হবে। এর আগে খুব কম অজি ক্রিকেটারই রাজনীতিতে যোগ দিয়েছেন। এবার দেখার ওয়ার্নার কী সিদ্ধান্ত নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub