Advertisement
Advertisement

Breaking News

Indian Women Team

কাজে এল না জেমাইমার লড়াই, ওয়াংখেড়েতে অজিদের কাছে আত্মসমর্পণ ভারতের

২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অজিরা।

Australia Women team beats Indian Women team convincingly । Sangbad Pratidin

দীপ্তি ও জেমাইমা সাধ্য মতো লড়লেন। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 28, 2023 9:04 pm
  • Updated:December 28, 2023 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেটে সাফল্য এসেছিল। কিন্তু সাদা বলের ক্রিকেটে শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারতের মহিলা ক্রিকেট দল (India Women Cricket Team)। 
ওয়ানডে ম্যাচের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার নতুন পরীক্ষায় বসেছিলেন ভারতের মহিলারা।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল। ৫০ ওভারে ভারতের মেয়েরা করে ৮ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার মহিলারা ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন। 

 

Advertisement

[আরও পড়ুন: মেলবোর্নে নাচলেন হাসান আলি, তালে তাল মেলালেন দর্শকরা]

 

ভারতের মহিলা দলের মধ্যে সর্বোচ্চ রান করেন জেমাইমা রডরিগেজ। ৭৭ বলে ৮২ রান করেন তিনি। ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ৪৯ রানে ফেরেন। বাকিরা সেভাবে রান পাননি। শেষের দিকে পূজা বস্ত্রাকার ৬২ রানে অপরাজিত থেকে যান।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। খাতাই খুলতে পারেননি তিনি। শুরুর সেই ধাক্কা সামলে ওঠে অজিরা। লিচফিল্ড ও পেরি ১৪৮ রানের পার্টনারশিপ গড়েন। ব্যক্তিগত ৭৫ রানে আউট হন পেরি। কিছুক্ষণ পরেই ফেরেন লিচফিল্ড (৭৮)। তার পরেও ম্যাচটা জিততে পারলেন না ভারতের মেয়েরা কারণ বেথ মুনি ও ম্যাকগ্রা রুখে দাঁড়ান। বেথ মুনি ৪২ রান করে ফিরে যান বস্ত্রকারের ডেলিভারিতে। অন্যদিকে ম্যাকগ্রা অপরাজিত থেকে যান ৬৮ রানে।  

[আরও পড়ুন: ৭৭ বছরে চিরঘুমে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার-কোচ প্রবীর মজুমদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement