সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T-20 World Cup) জেতার চার দিনের মধ্যেই হার মেনেছিল ইংল্যান্ড (England)। অস্ট্রেলিয়া (Australia) দাপট দেখিয়ে জিতে নিয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ওয়ানডে-তে ৭২ রানে হার মানে ইংল্যান্ড। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জেতা হয়ে গেল ইংরেজবাহিনীর। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচটির আর গুরুত্ব রইল না।
এদিন টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভারে অজিরা করে ৮ উইকেটে ২৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২০৮ রানে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৮.৫ ওভারেই শেষ হয়ে যায় ইংরেজদের যাবতীয় প্রতিরোধ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট আর ওয়ানডে এক নয়। ইংল্যান্ড কিন্তু দুই ফরম্যাটেই বিশ্বশ্রেষ্ঠ। তবুও অজিদের কাছে হার মানতে হল ইংল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ। ৬১, ১০৫, ৮০ রানের পর আজ স্মিথ করেন ৯৪ রান। লাবুশানে (৫৮) ও মিচেল মার্শ (৫০) উল্লেখযোগ্য রান করেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে আদিল রশিদ সর্বোচ্চ তিন উইকেট নেন। অ্যারন ফিঞ্চ অবসর গ্রহণের পর এটিই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। এদিন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন জস হ্যাজলউড। বিশ্রাম দেওয়া হয়েছিল ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলারকেও। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মইন আলি।
অজিদের রান তাড়া করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের মুখে পড়ে ইংল্যান্ড। জেসন রয় ফেরেন শূন্য হাতে। আগের ম্যাচে সেঞ্চুরি করা ডেভিড ম্যালানও খাতা খুলতে পারেননি। স্টার্কের দৌরাত্ম্য সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইংল্যান্ড। জেমস ভিন্স করেন ৬০ রান। স্যাম বিলিং করেন ৭১। দু’ জনে জুটিতে ১২২ রান করেন। জুটি ভাঙেন হ্যাজলউড। মিচেল স্টার্ক (৪ উইকেট) ও অ্যাডাম জাম্পার (৪ উইকেট) দাপটে ম্যাচ থেকে হারিয়ে যায় যায় ইংল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.