Advertisement
Advertisement
Australia

জাম্পার স্পিনে ঘায়েল নামিবিয়া, সহজ জয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। দৌড় শেষ হয়ে গেল দ্বীপরাষ্ট্রের।

Australia demolishes Namibia in ICC T-20 World Cup

সুপার এইটে অস্ট্রেলিয়া।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 12, 2024 12:02 pm
  • Updated:June 12, 2024 12:02 pm  

নামিবিয়া: ৭২/১০ (এরাসমাস ৩৬, জাম্পা ৪/১২, হ্যাজলউড ২/১৮
অস্ট্রেলিয়া: ৭৪/১ (হেড ৩৪*, মার্শ ১৮*)
অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতলেই ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত, এই অবস্থায় নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাই বলে এতটা দাপট! 
অ্যান্টিগায় নামিবিয়াকে মাত্র ৭২ রানে শেষ করে পাওয়ারপ্লেতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের তাণ্ডবে ৫.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় অজিরা। ৮৬ বল বাকি থাকতেই জিতেছে অস্ট্রেলিয়া।
এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টানা ৩ ম্যাচ জিতে সবার আগে সুপার এইটে অজিরা। ছিটকে যাচ্ছে নামিবিয়া।
এতটা দাপুটে জয় এর আগে দেখিয়েছে কেবল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ বল হাতে রেখে নেদারল্যান্ডসকে হারিয়েছিল শ্রীলঙ্কা।
নামিবিয়ার ৭৩ রান তাড়া করতে নেমে দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ঝড় তোলেন। ৮ বলে ২০ রান করে ওয়ার্নার ফেরেন। তার পরে হেড ও মার্শ দলকে জেতান।  ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন হেড। অধিনায়ক মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।
টস জিতে বোলিং নিয়েছিল অস্ট্রেলিয়া। স্পিনার অ্যাডাম জাম্পা ৪ ওভার হাত ঘুরিয়ে ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন জাম্পা। অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হন তিনি। ম্যাচের সেরা জাম্পা।
নামিবিয়া একসময়ে ৪৩ রানে হারায় ৮ উইকেট। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩৬ রান করে নামিবিয়ার স্কোরকে পৌঁছে দেন ৭২-এ। অধিনায়ক এরাসমাস ছাড়া দু অঙ্কের রানে পৌঁছন কেবল ওপেনার মাইকেল ফন লিনগেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নামিবিয়ার এটাই সর্বনিম্ন রান।  টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই যে কোনও দলেরও সর্বনিম্ন রান। 

এদিকে, বজ্রবৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। সুপার এইটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে বাংলাদেশের কাছে হারের পরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল শ্রীলঙ্কা শিবিরে। সুপার এইটে পৌঁছতে হলে নেপাল ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হত দ্বীপরাষ্ট্রকে। বজ্রবৃষ্টিতে ভেস্তে গেল শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ।  নেপালের সঙ্গে পয়েন্ট ভাগ হয়ে গেল শ্রীলঙ্কার। ফলে সুপার এইটে ওঠার সম্ভাবনা শেষই হয়ে গেল। 

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement