Advertisement
Advertisement
ICC Ranking

দেড়দিনে টেস্ট জয়ের দেড়দিনের মধ্যেই দুঃসংবাদ, ICC র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালেন রোহিতরা

কত নম্বরে এখন রোহিতরা?

Australia cricket team overtakes India to top Test Team rankings । Sangbad Pratidin

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 5, 2024 5:01 pm
  • Updated:January 5, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে শীর্ষস্থান খোয়াতে হল ভারতীয় দলকে (Indian Cricket Team)। আইসিসি-র সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নিল অস্ট্রেলিয়া (Australia)। কেপটাউন টেস্ট দেড় দিনে শেষ হয়ে যায়। তার পরের দিনই আইসিসি  র‌্যাঙ্কিংয়ে ভারতের নেমে যাওয়ার খবর জানা গেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ড্র করার ফলে ভারতকে সিংহাসনচ্যুত হতে হয়। অন্যদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর ফলে অস্ট্রেলিয়া উঠে এল একনম্বরে।  

[আরও পড়ুন: আত্মহত্য়ায় প্ররোচনা! ২০০৭ বিশ্বজয়ী দলের যোগিন্দর শর্মার বিরুদ্ধে দায়ের অভিযোগ]

এর আগে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে শীর্ষস্থানে থেকে ২০২৩ শেষ করেছিল ভারতীয় দল। কিন্তু নতুন বছরের শুরুতেই আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থান খোয়াতে হল ভারতীয় দলকে।
এদিকে, কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে ভারতীয় দল। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া এক নম্বরে।ভারত দ্বিতীয় নম্বরে।তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাঁচ ও ছনম্বরে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তান। 

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার কাজ না করলে সংবিধান নিজের পথে চলবে’, সন্দেশখালি নিয়ে মন্তব্য রাজ্যপালের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement