Advertisement
Advertisement

আইরিশদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার, পয়েন্ট তালিকায় দু’ নম্বরে উঠে এল অজিরা

কাজে এল না টাকারের লড়াকু ইনিংস।

Australia beats Ireland in ICC T-20 World Cup | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 31, 2022 5:04 pm
  • Updated:October 31, 2022 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দিয়েছে আয়ারল্যান্ড (Ireland)। সোমবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হয়েছিল আইরিশরা। ম্যাচটা অজিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ পা হড়কালে বিশ্বকাপে দৌড় শেষ হয়ে যেত অস্ট্রেলিয়া। দিনের শেষে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ২০ ওভারে অজিরা তোলে পাঁচ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড থেমে যায় ১৩৭ রানে।

Advertisement

[আরও পড়ুন: কোহলির গোপনীয়তা ভঙ্গে বরখাস্ত হোটেল কর্মী, ক্ষমা চাইল আইসিসি]

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন অ্যারন ফিঞ্চ। তিনি ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। বিপজ্জনক ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্কোরবোর্ডে তখন মাত্র ৮ রান। কিন্তু তবুও আইরিশ বোলাররা সমস্যায় ফেলতে পারেনি অস্ট্রেলিয়াকে। শেষের দিকে মার্কাস স্টোয়নিস ২৫ বলে চটজলদি ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন মিচেল মার্শও (২৮)। আইরিশ বোলারদের মধ্যে ম্যাকার্থি ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন।

আয়ারল্যান্ড হেরে গেলেও দারুণ লড়লেন লোরকান টাকার। তিনি শেষপর্যন্ত ৭১ রানে অপরাজিত থেকে যান। তিনি ছাড়া বাকি আইরিশ ব্যাটাররা কেউ সেভাবে লড়তে পারলেন না। মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছন। গ্রুপ ওয়ানে তিন ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে সবার উপরে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া দুই নম্বরে। ইংল্যান্ড তিনে ও আয়ারল্যান্ড নেমে গেল চার নম্বরে। 

ম্যাচের শেষে অ্যারন ফিঞ্চ বলেন, ”সহজ উইকেট মোটেও ছিল না। যতটা ভেবেছিলাম, তার থেকেও বেশি মন্থর ছিল উইকেট। আইরিশরা ভাল বোলিং করেছে। কাটার দিয়ে আমাদের ছন্দ নষ্ট করার চেষ্টা করছিল। টি-টোয়েন্টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা। কখনও ফলাফল ইতিবাচক হয়, কখনও আবার জয় আসে না।” 

 

 

[আরও পড়ুন: নেটদুনিয়ায় ভাইরাল বিরাটের ঘরের ভিডিও, গোপনীয়তা ভঙ্গের অভিযোগে ক্ষুব্ধ কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement