Advertisement
Advertisement
অস্ট্রেলিয়া দল

বাদ ম্যাক্সওয়েল, ভারত সফরের জন্য চমকহীন দল ঘোষণা অস্ট্রেলিয়ার

শক্তিশালী স্পিন বিভাগ নিয়ে ভারতে আসছে অজিরা।

Australia, announced their 14-man squad for the upcoming tour of India
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2019 3:57 pm
  • Updated:December 17, 2019 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সিরিজ শুরু হতে এখনও প্রায় একমাস সময় বাকি। তার আগেই ভারত সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। তারুণ্যে ভরা অজি দলে চমক চারজন স্পিনার। এদের মধ্যে দু’জন বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা এবং অ্যাস্টন টার্নার। এদের সঙ্গে রয়েছেন দুই পার্ট-টাইম স্পিনার।

[আরও পড়ুন: আইপিএল নিলাম: এই পাঁচ ক্রিকেটারকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস]

তবে, সদ্যঘোষিত অজি দলের সবচেয়ে বড় সারপ্রাইজ সম্ভবত ম্যাক্সওয়েলের অনুপস্থিতি। কিছুদিন আগে মানসিক সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন ম্যাড ম্যাক্স। তবে, ভারত সফরের দল নির্বাচনের আগেই তিনি নির্বাচকদের জানিয়ে দেন, খেলার জন্য প্রস্তুত আছেন। তারপরও আশ্চর্যজনকভাবে তাঁকে দলে নেওয়া হয়নি। নির্বাচকদের দাবি, গত এক বছরে জাতীয় দলের হয়ে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স একেবারেই ভাল না। আপাতত ও বিগ ব্যাশ লিগ খেলুক। ওঁর দিকে নজর রাখা হবে। কোচ ল্যাঙ্গার বলছেন, ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার থাকলে ভাল হয়। তবে, গত ১২ মাসে ও ভাল পারফর্ম করেনি। তাই, অন্যদের সুযোগ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: চেন্নাইয়ে হোপ-হেটমেয়ার শো, সিরিজের প্রথম ওয়ানডে-তে দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজের]

অস্ট্রেলিয়ার ঘোষণা করা ১৪ সদস্যের দলের অধিনায়ক যথারীতি ফিঞ্চ। সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারে। দলে সুযোগ পেয়েছেন, ডেভিড ওয়ার্নার, স্টিথ স্মিথের মতো তারকরা। আগামী জানুয়ারিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া। তবে, দলের সঙ্গে আসছেন না হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর পরিবর্তে দল নিয়ে আসছেন সবকারী কোচ ম্যকডোনাল্ড।

১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ, শিন অ্যবোট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, মার্নুস ল্যাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement