Advertisement
Advertisement

‘পাকিস্তানে এলে খুলি উড়িয়ে দেব’, সিরিজ শুরুর আগে অ্যাগারকে প্রাণনাশের হুমকি

৪ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ।

Australia all-rounder Ashton Agar receives death threat | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 1, 2022 10:00 am
  • Updated:March 1, 2022 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া (Australia) ও পাকিস্তানের (Pakistan) প্রথম টেস্ট ম্যাচ। রবিবার পাক-মুলুকে পৌঁছে গিয়েছে অজিরা। এদিকে টেস্ট ম্যাচের বল গড়ানোর আগেই অজি ক্রিকেটার পেলেন প্রাণনাশের হুমকি। তিনি অ্যাস্টন অ্যাগার (Aston Agar)। অ্যাগারের স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে।

অ্যাগারের স্ত্রীর ইনস্টাগ্রামে হুমকি দিয়ে বলা হয়েছে, ”হাই, ম্যাডেলিন আশা করি ভাল আছ। তোমার স্বামীকে সতর্ক করে দিও, যদি পাক সফরে আসে তাহলে আর ওকে বেঁচে ফিরতে হবে না। দীর্ঘজীবী হোক টিটিপি এবং তালিবান। তোমার সন্তানরা ওদের বাবার অভাব অনুভব করবে। পাকিস্তানে এলে ওর খুলি উড়িয়ে দেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: দুটো ড্রয়ের পরে স্বস্তির জয় এটিকে মোহনবাগানের, শীর্ষে থেকেই লিগ জিততে চান সন্দেশ]

অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাগারকে দেওয়া এই হুমকি স্বীকার করে নিয়েছে দলের মুখপাত্র। সেই মুখপাত্রের তরফে জানানো হয়েছে, তদন্ত করার পরে দেখা গিয়েছে এই হুমকি এসেছে একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে। অতীতে নিরাপত্তার অজুহাতে অনেক দেশই পাকিস্তানে খেলতে যায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকি সর বাতিল করেছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এসেছে। তার আগেই এমন ভুয়ো হুমকির খবর ছড়িয়েছে। যদিও সেই হুমকিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

এদিকে পাকিস্তানে পৌঁছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেছেন, ”আমি এখানে দারুণ নিরাপদ বোধ করছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের বেশ ভাল দেখাশোনা করছে। প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী উপস্থিত ছিল বিমানবন্দরে। আমরা বিমান থেকে নেমে সরাসরি হোটেলে প্রবেশ করেছি।”

[আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ থেকেও বাদ পড়ল রাশিয়া, পুতিনের ইউক্রেন হামলার নিন্দায় রোনাল্ডো]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement