Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় ফিজিওকে ‘অপমান’ করেছেন স্মিথরা, দাবি বিরাটের

চতুর্থ টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি৷

Aussies 'Disrespected' Indian Team Physio, alleges Virat Kohli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2017 12:00 pm
  • Updated:December 30, 2019 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ লড়াই দিয়েও মহেন্দ্র সিং ধোনির শহরে জয় অধরাই থেকে গিয়েছে বিরাটবাহিনীর৷ তবে তৃতীয় টেস্ট শেষ হয়ে গেলেও মাঠের বাইরে ভারত-অস্ট্রেলিয়া তরজা এখনও অব্যাহত৷ ভারতীয় ক্রিকেটারদের পর এবার অজিদের স্লেজিংয়ের শিকার টিম ইন্ডিয়ার ফিজিও৷ এমনই দাবি অধিনায়ক বিরাট কোহলির৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, “বিপক্ষের কয়েকজন ক্রিকেটার আমাদের ফিজিও প্যাট্রিক ফারহার্টের নাম নিতে থাকে৷ ঠিক বুঝলাম না এমনটা করার কারণ কী৷ আমাদের চিকিৎসা করাই ওর কাজ৷ তাই হঠাৎ কেন ওর নাম নেওয়া হল কে জানে৷ স্মিথরাই এর ব্যাখ্যা দিতে পারবেন৷” অজি অধিনায়কের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেন৷ বলেন, “জানি না বিরাট কেন এমন দাবি করছে৷ কারণ আমি প্যাট্রিককে কিছুই বলিনি৷ বরং ও যেভাবে দ্রুত বিরাটের চোট সারিয়ে তুলল, তা নিঃসন্দেহে প্রশংসনীয়৷” সব মিলিয়ে ধরমতলা টেস্টের আগেও উত্তপ্ত দুই শিবির৷

Advertisement

[বিরাটদের তীব্র অপমান করলেন অজি ক্রিকেটারের স্ত্রী]

ড্র দিয়ে শেষ হয়েছে রাঁচি টেস্ট৷ তিন ম্যাচ পর সিরিজ আপাতত ১-১৷ অর্থাৎ শেষ টেস্টেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে৷ ক্যাপ্টেন কোহলি ইঙ্গিত দিলেন, চতুর্থ টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি৷ সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফির ফাইনালে দুরন্ত বোলিং করেছেন তিনি৷ ফলে চোট সারিয়ে তিনি যে ফিট, তা স্পষ্ট৷ আর সেই কারণেই ধরমশালার বাইশ গজে বল হাতে দেখা যেতে পারে বাংলার পেসারকে৷

[মার্শ-হ্যান্ডসকম্বের হাত ধরে হার বাঁচাল অস্ট্রেলিয়া]

এদিকে, রাঁচি টেস্টে অজিবাহিনীর রানের পাহাড় রুখে দিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন রবীন্দ্র জাদেজা৷ এক নম্বরে থাকা আরেক ভারতীয় স্পিনার অশ্বিনকে পিছনে ফেলে দিলেন তিনি৷ রাঁচিতে মোট ন’টি উইকেট ঝুলিতে ভরেন তিনি৷ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা৷ এটাই তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং৷ অর্থাৎ ব়্যাঙ্কিংয়ে এবার বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন পূজারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement