Advertisement
Advertisement
Nathan Lyon

বিপক্ষের সেরা তিন ব্যাটারের মধ্যে কোন দুই ভারতীয়কে বাছলেন নাথান লিয়ন?

ফর্মের তুঙ্গে রয়েছেন নাথান লিয়ন।

AUS vs PAK: Australia spinner Nathan Lyon names Virat Kohli in his curated list of 3 best oppositon batters। Sangbad Pratidin

দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন নাথান লিয়ন। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 2, 2024 10:10 am
  • Updated:January 2, 2024 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৪টি টেস্টে ৫০৫টি উইকেট। ৩৬ বছর বয়সের নাথান লিয়নকে (Nathan Lyon) থামানো যাচ্ছে না। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন। আবার অনেক ব্যাটার তাঁকে খেলেছেন অনায়াসে। তাই অস্ট্রেলিয়ার (Australia) তারকা অফ স্পিনারের কাছে প্রশ্ন ছিল যে, তাঁর চোখে সেরা ব্যাটার কে? তবে লিয়ন কিন্তু একজনকে বেছে নিতে পারলেন না। তাঁর নজরে রয়েছেন সেরা তিন ব্যাটার। তাঁর হলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli) ও এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

লিয়ন বলছিলেন, “আমার চোখে সেরা ব্যাটার কে? এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। একজনের নাম নেওয়া তো আরও কঠিন। একাধিক তারকা ব্যাটারকে বোলিং করেছি। তাই আমার নজরে সেরা তিনজনের নাম বলতে পারি। শচীন, বিরাট ও ডিভিলিয়ার্স। এই তিন ব্যাটার ছাড়া আর কারও নাম ভাবতে পারছি না।”

Advertisement

[আরও পড়ুন: চুরি হয়ে গেল প্রিয় জিনিস! বিদায়ী টেস্টের আগে ব্যাপক চাপে ওয়ার্নার]

 

দীর্ঘ কেরিয়ারে তিন ব্যাটারকেই একাধিকবার আউট করেছেন অজি স্পিনার। ২৩টি টেস্টে বিরাটকে ৭বার আউট করেছেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬টি টেস্টে শচীনকে ৪বার ফিরিয়েছেন। টেস্টে সেরা পারফরম্যান্স টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধেই। এখনও পর্যন্ত ২৭টি টেস্টে নিয়েছেন ১২১টি উইকেট। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন লিয়ন। এই ফরম্যাটে সেটাই তাঁর সেরা পারফরম্যান্স। তবে ১২টি টেস্টে ডিভিলিয়ার্সকে মাত্র ২বার আউট করতে পেরেছিলেন তিনি।

এই তিন ব্যাটারের বিরুদ্ধে বোলিং করা কতটা কঠিন? লিয়নের জবাব, “কোন ছকে তিন সেরা ব্যাটারকে বারবার আউট করেছি সেই তথ্য সামনে আনব না। তবে এতটুকু বলতে পারি শচীন, বিরাট ও ডিভিলিয়ার্স অনেকবার আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।”

টেস্টে ৫০০-র বেশি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে আগেই শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পাশে নাম লিখিয়েছিলেন অভিজ্ঞ অফ স্পিনার। প্রয়াত ওয়ার্ন ১৪৫টি টেস্টে নিয়েছিলেন ৭০৮টি উইকেট। ম্যাকগ্রার ঝুলিতে রয়েছে ১২৪টি টেস্টে ৫৬৩টি উইকেট। এদিকে বিশ্ব ক্রিকেটে চতুর্থ স্পিনার হিসেবে ৫০০ উইকেটের মালিক হলেন লিয়ন। এই তালিকায় আগেই ছিলেন প্রয়াত ওয়ার্ন, অনিল কুম্বলে ও মুথাইয়া মুরলীধরন।

[আরও পড়ুন: নতুন বছরে কোন তিন লক্ষ্য পূরণের জন্য মাঠে নামবে রোহিত-বিরাটের টিম ইন্ডিয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement