চোট পেয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজুর। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা (Bangladesh-Sri Lanka) ওয়ানডে ম্যাচে চোটআঘাতের লাল চোখ। আম্পায়ারও অসুস্থ হয়ে পড়লেন। বাংলাদেশের ক্রিকেটার জাকের আলিকে যেতে হয় হাসপাতালে। সৌম্য সরকারের পক্ষে আর ব্যাটিং করাই সম্ভব হয়নি। সৌম্যর জায়গায় ‘কনকাশন’ পরিবর্ত হিসেবে নামা এনামুল হকের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন প্রথম একাদশে না থাকা তানজিদ হাসান। ক্র্যাম্প হওয়ায় মুস্তাফিজুর রহমনাকেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। আইপিএলের আগে তাঁর চোট চিন্তা বাড়াল চেন্নাই সুপার কিংস শিবিরে। বাদ গেলেন না আম্পায়ার রিচার্ড কেটেলবরোও।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তোলে ২৩৫ রান। ৫৮ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সিরিজও জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কার লিয়ানাগে ১০১ রানে অপরাজিত থাকেন। তাঁর জন্যই শ্রীলঙ্কা ২৩৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের ৮৪ রানের জন্য বাংলাদেশ ম্যাচ জিতে নেয়। শেষ দিকে রিশাদ হোসেন ৪৮ রানে অপরাজিত থেকে যান।
ম্যাচ চলাকালীন চোটের কবলে পড়ে মাঠ ছাড়তে হয় একাধিক ক্রিকেটারকে।
প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েন আম্পায়ার রিচার্ড কেটেলবরো। তাঁর পরিবর্তে আম্পায়ারিং করতে নামেন তনভির আহমেদ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের চোট লাগে হাতে। ফিল্ডিং করার সময়ে চোট পান এনামুল। তিনিও পরে ফিরে আসেন মাঠে।
কিন্তু মাঠে ফিরতে পারেননি সৌম্য, মুস্তাফিজুর রহমান এবং তাঁর পরিবর্ত হিসেবে নামা জাকের আলি। শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে ফিল্ডিং করতে নেমে এনামুলের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান জাকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.