Advertisement
Advertisement

বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছেন কে এল রাহুল! দেখুন তো চেনেন কি না

হিন্দি ছবির নামী তারকার কন্যা তিনি।

Athiya Shetty in a relationship with cricketer KL Rahul!
Published by: Sulaya Singha
  • Posted:June 28, 2019 3:47 pm
  • Updated:June 28, 2019 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মাঝেই জসপ্রিত বুমরাহর প্রেমকাহিনি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণকে নাকি মন দিয়েছেন ভারতীয় পেসার। এবার আরও এক ক্রিকেটারের প্রেমের সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় কৌতূহল বাড়ছে। তিনি কে এল রাহুল।

ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা, হ্যাজেল কিচ-যুবরাজ সিং, গীতা বসরা-হরভজন সিং, বিরাট-অনুষ্কা – খেলা আর বিনোদুনিয়ার এমন অনেক জুটির প্রেমকাহিনি অতীতে চর্চায় উঠে এসেছে। বুমরাহরও নাকি পছন্দ অভিনয় জগতের মানুষটিকেই। এবার হয়তো সেই তালিকাতেই নাম লেখালেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। যা খবর, তিনিও নাকি এক অভিনেত্রীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। তবে দক্ষিণী নয়, তিনি বলিউডের অত্যন্ত পরিচিত একটি মুখ। আবার বড় তারকার কন্যাও বটে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ভারতীয় দলের অন্যতম হ্যান্ডসাম ব্যাচেলর কার প্রেমে পড়েছেন? উত্তর হল, আথিয়া শেট্টি। চিনতে পারলেন তো? সুনীল শেট্টির কন্যাই নাকি রাহুলের মন চুরি করেছেন।

Advertisement

[আরও পড়ুন: পেনাল্টি শুটআউটে প্যারাগুয়েকে হারিয়ে কোপার শেষ চারে দাঁতনখহীন ব্রাজিল]

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছর ফেব্রুয়ারি থেকেই নাকি একে অপরকে ডেট করছেন দুই তারকা। বন্ধুর মাধ্যমেই পরস্পরের সঙ্গে আলাপ হয়েছিল। আথিয়া ও রাহুল বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেও হাজির হয়েছেন। এবং বিষয়টি নিয়ে উভয়ই যথেষ্ট সিরিয়াস। যদিও অকারণ জলঘোলা এড়াতে একসঙ্গে ক্যামেরার সামনে আসেন না তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতেই জল্পনা উসকে গিয়েছে। তাহলে কি খেলা ও অভিনয় দুনিয়ার আরও একটি জুটির গোপনেই ভালবাসার ফুল ফুটেছে? দুই তারকাকে এনিয়ে জিজ্ঞেস করে অবশ্য কোনও উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে তাঁরা কোনও মন্তব্যই করতে চাননি।

আপাতত ব্রিটেনে বিশ্বকাপে ব্যস্ত রাহুল। চোট পেয়ে শিখর ধাওয়ান ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করছেন তিনিই। এদিকে, ২০১৫ সালে হিরো ছবি দিয়ে বলিউডে হাতে খড়ি হয়েছিল আথিয়ার। নিজের আপকামিং ছবি ‘মোতিচুর চাকনাচুর’-এ তাঁকে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে। কথায় বলে, যা রটে আর কিছুটা ঘটে। আর গুজব যদি সত্যি হয়, তবে রাহুল-আথিয়ার মুচমুচে প্রেমকাহিনি জানতে মুখিয়ে তাঁদের অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

…n i’m so good with that 💛

A post shared by 🦋Kanch (@akansharanjankapoor) on

[আরও পড়ুন: ফের কুকথা হাসিনের, এবার শামিকে ‘নির্লজ্জ-বখাটে’ বলে কটাক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement