ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আথিয়া শেট্টি। প্রথমবার বাবা হয়ে উচ্ছ্বসিত কেএল রাহুল। সংসারে নতুন অতিথির আগমনের কথা নিজেরাই জানালেন তারকা দম্পতি।
আজ, সোমবারই চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু সে ম্যাচে নেই রাহুল। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। আর ম্যাচ চলাকালীনই ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা হওয়ার সুখবর দিলেন ভারতীয় তারকা। কার্ডে লেখা, কন্যা সন্তানের জন্ম হয়েছে। ২৪/০৩/২০২৫।
View this post on Instagram
জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া শেট্টি। রাহুলের পরিবারে আসছে খুদে অতিথি। এমন খবর জানা গিয়েছিল গত বছরই। কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও নতুন কোনও সুখবর পাননি অনুরাগীরা। বেড়েছিল কৌতূহল। কবে ভূমিষ্ঠ হচ্ছে রাহুল-আথিয়ার সন্তান? সেই কৌতূহল দূর করে আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছিলেন এপ্রিলের গোড়াতেই নতুন অতিথির আগমন ঘটবে। তবে অপেক্ষা না বাড়িয়ে সোমবারই ঘর আলো করে লক্ষ্মী এল। প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে একেবারেই দেরি করেননি রাহুল ও আথিয়া।
২০১৯ সালে একে অপরকে মন দিয়েছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি। আর এবার শুরু হল পেরেন্টহুড। তবে রাহুল কবে আইপিএলের ২২ গজে ফিরবেন, এখনও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.