Advertisement
Advertisement
Ravindra Jadeja

শ্বশুরের সঙ্গে সম্পর্ক কেন তলানিতে? প্রশ্ন শুনতেই চটে লাল জাদেজার স্ত্রী

পারিবারিক বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।

Asked about accusations by Ravindra Jadeja's father, Rivaba Jadeja's stern response। Sangbad Pratidin

রবীন্দ্র জাদেজার পারিবারিক বিবাদ প্রকাশ্যে! ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 12, 2024 11:28 am
  • Updated:February 12, 2024 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরের সঙ্গে সম্পর্ক কেন তলানিতে? এই প্রশ্ন শুনতেই মেজাজ হারালেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী। গত ৯ ফেব্রুয়ারি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছিলেন রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং জাদেজা (Anirudhsingh Jadeja)। পারবারিক বিবাদ জনসমক্ষে চলে আসার পর নিজের X হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। তবুও এই বিতর্ক থেমে যাওয়ার নাম নেই। কারণ এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন রিভাবা জাদেজা (Rivaba Jadeja)।

রিভাবার একটি ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার শ্বশুর তো সবকিছুর জন্য আপনাকেই দায়ী করেছেন। এই বিষয়ে আপনার কিছু বলার আছে?’ প্রশ্ন শেষ হওয়ার আগেই মেজাজ হারান রিভাবা। উত্তর জামনগরের বিজেপির বিধায়ক পালটা বলেন, “এখানে কেন আমার পারিবারিক বিষয় নিয়ে প্রশ্ন করছেন? যদি কিছু জানার থাকে তাহলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। সত্যিটা জানতে পারবেন।”

Advertisement

[আরও পড়ুন: ২৪ বছর বয়সে থামলেন ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়া দৌড়বিদ, কীভাবে ঘটল মৃত্যু?]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee 24 Kalak (@zee24kalak)

কয়েকদিন আগে জাদেজা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন অনিরুদ্ধ সিং জাদেজা। বিশেষ করে তাঁর নিশানায় ছিলেন রিভাবা। বলেছিলেন, “ওই মেয়েটাই আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে। রবীন্দ্র আমার ছেলে হলেও ওর সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। বাবা হিসেবে আমার বুক ফেটে যায়। এখন মাঝেমধ্যে মনে হয় রিভাবা-র সঙ্গে আমার ছেলের বিয়ে না হলেই সবচেয়ে ভালো হত। আরও ভালো হত যদি না রবীন্দ্র ক্রিকেট খেলত। কারণ সব বিবাদ তো অর্থ এবং সম্পত্তি দখলের জন্যই।”

রবীন্দ্রর স্ত্রীর বিরুদ্ধে আরও ভয়ংকর অভিযোগ করেছিলেন তাঁর বাবা। অনিরুদ্ধ সিং জাদেজার প্রতিক্রিয়া ছিল, “বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই রিভাবা আমার কাছে সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার দাবি জানাতে থাকে। এখান থেকেই ঝামেলার সূত্রপাত। আসলে এই মেয়েটা কখনও আমাদের পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীনভাবে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল। আমি ভুল কাজ করেছি। আমার মেয়ে নয়না ভুল করেছে! কিন্তু একটা কথা বলুন, আমাদের পরিবারের বাকি ৫০ জন ভুল করেছে! এটা আদৌ হতে পারে!”

 

তবে বাবার অভিযোগকে একেবারেই পাত্তা দিতে রাজি ছিলেন না রবীন্দ্র। সেটা তাঁর বক্তব্যের ছিল স্পষ্ট। গুজরাটি ভাষায় একটি টুইট করেছিলেন রবীন্দ্র জাদেজা। X হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা তৈরি করা সাক্ষাৎকার। আমার ও রিভাবার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাৎকার দেখানো হয়েছে। একপক্ষের কথা শোনায় এই সাক্ষাৎকারের পুরোটাই ভুলে ভরা। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।’

সেলিব্রিটি পরিবারের বিবাদ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হচ্ছেন। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।

[আরও পড়ুন: লিগের শর্ত মানেনি আইএফএ, তিতিবিরক্ত হয়ে কত টাকা কেটে নিল ‘ইনস্পোর্টস’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement