সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মাঝেই সামনে এল আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচেদের নাম। ২৩ সেপ্টেম্বর চিনের হ্যাংঝাও শহরে বসতে চলা এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা দলের কোচিংয়ের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ এবং হৃষিকেশ কানিতকর।
জানা গিয়েছে, এই হেডস্যর লক্ষ্মণের পাশাপাশি ভারতীয় পুরুষ দলের (Team India) বোলিং কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মুনিশ বালিকে। অন্যদিকে, প্রমিলাবাহিনীর বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রাজীব দত্ত এবং শুভদীপ ঘোষকে। দু’টি দলই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে খেলা শুরু করব।
আগামী ৩ অক্টোবর শেষ আটের লড়াইয়ে নামবে পুরুষ দল। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের লড়াই হবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর ফাইনাল। এদিকে, ২১ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড। সেমিফাইনাল ও ফাইনাল যথাক্রমে ২৩ ও ২৫ তারিখ।
২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের (Asian Games 2023) অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। অর্থাৎ এই প্রতিযোগিতায় একটি সংস্করণের পর ফিরতে চলেছে ২২ গজের লড়াই। টি-টোয়েন্টি ফরম্য়াটে হবে খেলা। এই লড়াইয়ে ভারতের তরফে মহিলাদের এ টিমকেই পাঠানো হলেও এশিয়ান গেমসে রোহিত শর্মারা খেলবেন না। কারণ এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন তাঁরা। তাই পুরুষদের টিম বি পাঠানো হবে চিনে। টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। এবার লক্ষ্মণের কোচিংয়ে ঋতুরাজ এবং কানিতকরের তত্ত্বাবধানে স্মৃতি মন্ধানারা কেমন খেলেন, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.