Advertisement
Advertisement

Breaking News

Asian Games

চোট পেসারের, শেষ মুহূর্তে ভারতীয় দলে ঢুকে পড়লেন বাংলার আকাশ দীপ

আইপিএল এবং রনজিতে ভাল পারফরম্যান্সের পুরস্কার।

Asian Games: Akash Deep replaces Shivam Mavi In Men's Cricket Team | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2023 10:15 am
  • Updated:September 17, 2023 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে এশিয়ান গেমসের (Asian Games) ভারতীয় ক্রিকেট দলে বদল। শিবম মাভির জায়গায় দলে ঢুকে পড়লেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। শনিবার রাতে বিসিসিআইয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এশিয়ান গেমসে এবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে টি-২০ ফরম্যাটে। সেই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। ঋতুরাজ গাকোয়াড়ের নেতৃত্বে সেই দলে রয়েছেন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালরা। ওই দলের পেসার শিবম মাভি চোট পাওয়ায় শেষ মুহূর্তে তাঁর বদলে দলে নেওয়া হল বাংলার আকাশ দীপকে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ! বড় ধাক্কা খেল বাবর আজমের পাকিস্তান]

শনিবার বিসিসিআই (BCCI) জানিয়েছে, মাভির পিঠে চোট রয়েছে। সেই কারণে এশিয়ান গেমসে খেলতে পারবেন না তিনি। সেই জায়গায় সুযোগ পেলেন আকাশ। বাংলার হয়ে রনজি ট্রফিতে নিয়মিত ভাল খেলছেন আকাশ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও গত মরশুমে নজর কাড়েন তিনি। সব মিলিয়ে বাংলার তিন ক্রিকেটার এশিয়ান গেমসের জাতীয় দলে। আকাশের পাশাপাশি রয়েছেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার।

[আরও পড়ুন: মেগা ফাইনালের আগে দুর্ঘটনা থেকে বাঁচলেন বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এদিন অবশ্য মেয়েদের দলেও একটি পরিবর্তন করেছে বিসিসিআই। অঞ্জলি শর্বাণীর জায়গায় দলে নেওয়া হয়েছে পূজা বস্ত্রকারকে। অঞ্জলিও বাদ পড়েছেন চোটের কারণে। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement