Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli India vs Pakistan Asia Cup 2023

Asia Cup: মেলবোর্নে কোহলির সেই দুই ছক্কা এখনও কাঁপুনি ধরায় পাকিস্তানকে, এশিয়া কাপের আগে স্বীকারোক্তি শাদাবের

কোহলিকে নিয়ে চিন্তিত পাক শিবির।

Asia Cup: Virat Kohli's heroics at Melbourne still looms large over Pakistan, says Shadab Khan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 1, 2023 2:28 pm
  • Updated:September 5, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাক ম্যাচ। টুর্নামেন্টের সব থেকে হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তান শিবিরকে চিন্তায় রাখছেন সেই বিরাট কোহলি। থুড়ি, বলা ভাল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হ্যারিস রাউফকে মারা দুটো বিশাল ছক্কার স্মৃতি এখনও ফিকে হয়নি পাকিস্তান শিবিরে।

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেও সেই বিরাট কোহলি, সেই দুই ছক্কাই চর্চায়। পাকিস্তানের তারকা ক্রিকেটার শাদাব খান (Shadab Khan) মনে করেন, কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটারের পক্ষে ওভাবে ছক্কা মারতে পারতেন না। শাদাব বলছেন, ”কোহলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ওর বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে অনেক পরিকল্পনা করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে মানস্তাত্ত্বিক যুদ্ধ রয়েছে। বোলার কী ভাবছে, ব্যাটসম্যানই বা কী মনে করছে, তা আগেভাগে পড়ে নিতে হয়।”

Advertisement

মেলবোর্নের ওই দুরন্ত ম্যাচে শেষ ৮ বলে ২৮ রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন কোহলি। সেই প্রসঙ্গে শাদাব খান বলছেন, ”বিরাট কোহলি যে ধরনের ব্যাটসম্যান, আমাদের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে যেরকম পারফর্ম করেছে, আমি মনে করি না বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যান ওই একই পরিস্থিতিতে আমাদের বোলিং লাইন আপের বিরুদ্ধে ওরকম খেলতে পারত। বিরাটের বিশেষত্বই হল, ম্যাচের যে কোনও পরিস্থিতিতে, যে কোনও সময়ে ওরকম ইনিংস খেলতে পারে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement