Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

BCCI-এর পছন্দতেই সিলমোহর! এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু ঘোষণা করল ACC

১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের অভিযান শুরু রোহিতদের।

Asia Cup Super Four venue has been announced | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 5, 2023 6:46 pm
  • Updated:September 5, 2023 6:46 pm  

দেবাশিস সেন: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ আয়োজন ঘিরে জটিলতার অবসান। পূর্ব নির্ধারিত ভেন্যুতেই হবে সবকটি ম্যাচ. মঙ্গলবার সরকারি ভাবে জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।

চলতি এশিয়া কাপের ঘোষিত সূচি অনুযায়ী, সুপার ফোরের পাঁচটি ম্যাচ হবে কলম্বোয়। আর একটি ম্যাচ লাহোরে। এদিন এসিসি জানিয়ে দিল, সূচিতে কোনও বদল ঘটছে না। শ্রীলঙ্কার রাজধানী শহরেই হবে ম্য়াচগুলি। অর্থাৎ ভেন্যু বদল নিয়ে যে জলঘোলা তৈরি হয়েছিল, তা এবার স্পষ্ট হল। আসলে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে একাধিক ম্যাচ। পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ভেস্তে গিয়েছিল বরুণ দেবের চোখ রাঙানিতে। ভারতীয় ইনিংস শেষ করা সম্ভব হলেও পাকিস্তান ইনিংসে বলই গড়ায়নি মাঠে। যার জন্য পাক ক্রিকেট বোর্ড একহাত নেয় এসিসিকে। আবার সোমবারও ভারত বনাম নেপাল ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। অনেকটা কমে যায় ভারতীয় ইনিংসের ওভার। তবে শুধু ক্যান্ডি নয়, গত কয়েকদিন ধরেই কলম্বোয় টানা বৃষ্টি হচ্ছিল। একেবারে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই কারণেই নকআউটের ম্যাচগুলো সরিয়ে হামবানটোটায় নিয়ে আসতে চাইছিল এসিসি। তবে সেই প্রস্তাব পছন্দ হয়নি বিসিসিআইয়ের।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের নির্দেশ শুনলে আর্থিক অবরোধ! উপাচার্যদের বেতন বন্ধ, ‘হুঁশিয়ারি’ মুখ্যমন্ত্রীর]

এসিসি চাইছিল সুপার ফোরের খেলাগুলো হোক হামবানটোটায়। কারণ সেখানকার আবহাওয়া তুলনামূলক ভাল। কিন্তু বিসিসিআইয়ের দাবি ছিল ম্যাচ হোক কলম্বোয়। কারণ হামবানটোটার মতো শহরে ভাল হোটেলের অভাব। চারটে দলের জন্য সুবন্দোবস্ত করা কঠিন। পাশাপাশি সম্প্রচারকারী জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করা কঠিন। সেই জন্য কলম্বোতেই খেলতে চেয়েছিল টিম ইন্ডিয়া। তাছাড়া আজ, মঙ্গলবার কলম্বোয় বৃষ্টির নামগন্ধ নেই। সুন্দর আবহাওয়া। তাই আশা করা হচ্ছে বৃষ্টি আর বাধা হয়ে দাঁড়াবে না।

তাই বলা যেতেই পারে, বিসিসিআইয়ের (BCCI) প্রস্তাবই শেষমেশ মেনে নিল এসিসি। তাই দীর্ঘ আলোচনা হলেও ভেন্যুতে বদল ঘটল না। ইতিমধ্যেই কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাবর আজমদের বিরুদ্ধে সুপার ফোরের অভিযান শুরু রোহিতদের। ১২ শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান ও ১৫ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত।

[আরও পড়ুন: ‘শ্রাবণ মাসে পর্ন দেখেন না?’ হঠাৎই কেন বিজেপি নেতাকে এমন খোঁচা পাপ্পু যাদবের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement